আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?

(A) ৮
(B) ১৫
(C) ১৭
(D) ২৪

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

(A) সাংহাই 
(B) মস্কো
(C) দিল্লী
(D) ওয়াশিংটন

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত ?

(A) জেনেভা
(B)  আমস্টারডাম
(C) প্যারিস
(D)  হেগ

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত ?

(A) ম্যানচেস্টার
(B)  লন্ডন
(C) মায়ামী
(D) স্কটল্যান্ড

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ?

(A) ইয়াংসিকিয়াং
(B) ব্রহ্মপুত্র
(C) হোয়াংহো
(D) ইউফ্রেটিস

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী-

(A) ভারত
(B) শ্রীলঙ্কা
(C) পাকিস্তান
(D) বাংলাদেশ

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?

(A) ৫ জুন
(B) ৮জুন
(C) ১৯ জুন
(D) ২০ জুন

  • Correct Answer :A
সঠিক উত্তরটি দেখুন

কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়?

(A) লর্ড বেন্টিংক
(B) লর্ড কর্ণওয়ালিশ
(C) লর্ড মাউন্ট ব্যাটেন
(D) ওয়ারেন হেস্টিংস

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

General Knowledge Questions-Gk Knowledge -১৮তম শিক্ষক নিবন্ধন (কলেজ)

ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি?

(A) চন্দ্রযান-১
(B) বিক্রম
(C) চন্দ্রযান-৩
(D) অশোক

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে ?

(A) কয়াল
(B) মালাবার
(C) টেরিস
(D) টম্বোলো

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন
শিক্ষক নিবন্ধন 2023