বাংলা কবিতা : সাধারণ জ্ঞান

” বাংলা কবিতা সাধারণ জ্ঞান ” শীর্ষক ব্লগ পোস্টটি বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা, কবিতা, সম্পর্কে বিভিন্ন তথ্য এবং সাধারণ জ্ঞান প্রদান করে। এতে প্রাচীন, মধ্যযুগ, এবং আধুনিক বাংলা কবিতার বিবর্তন, প্রধান কবি এবং তাদের রচিত বিখ্যাত কবিতাগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশসহ অন্যান্য বিখ্যাত কবিদের অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কবিতা প্রেমী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এটি একটি সমৃদ্ধ তথ্যভাণ্ডার, যা বাংলা কবিতার গৌরবময় ঐতিহ্য এবং এর গুরুত্ব সম্পর্কে ধারণা দেবে।

বাংলা কবিতা

আরোও পড়ুন : বাংলা সাহিত্য সর্ম্পকে  সাধারণ জ্ঞান

চলুন দেখে নেই  বাংলা কবিতা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি  

আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে উক্তিটি কোন গ্রন্থের ?

(A) মহাভারত
(B) চর্যাপদ
(C) রামায়ণ
(D) মেঘনাদবধ

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক ?

(A) মহাভারত
(B) গীতা
(C) রামায়ণ
(D) বেদ

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ ?

(A) উপন্যাস
(B) কাব্য
(C) কবিতা
(D) নাটক

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ কার রচনা ?

(A) দীনেশচন্দ্র সেন
(B) অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
(C) মুহম্মদ শহীদুল্লাহ
(D) সুকুমার সেন

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি ?

(A) বিদ্রোহী
(B) মুক্তি
(C) লিচু চোর
(D) রণসংগীত

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

সবুজপত্র প্রকাশিত হয় কত সালে ?

(A) ১৯১৩ সালে
(B) ১৯১৪ সালে
(C) ১৯১৫ সালে
(D) ১৯১৬ সালে

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে ?

(A) ১৯১৩
(B) ১৯১৫
(C) ১৯১৭
(D) ১৯১৯

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

বীরবল কোন লেখকের ছদ্মনাম ?

(A) প্রমথ চৌধুরী
(B) আবু ইসহাক
(C) প্রমথনাথ বিশী
(D) সুী গঙ্গোপাধ্যায়

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

কালপুরুষ কোন লেখকের ছদ্মনাম ?

(A) সুবোধ ঘোষ
(B) প্যারীচাঁদ মিত্র
(C) জীবনানন্দ দাশ
(D) প্রমথ চৌধুরী

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

কালকূট কার ছদ্মনাম ?

(A) সমরেশ বসু
(B) প্যারীচাঁদ মিত্র
(C) কালীপ্রসান্ন সিংহ
(D) প্রমথ চৌধুরী

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন