বাংলা কবিতা : সাধারণ জ্ঞান

” বাংলা কবিতা সাধারণ জ্ঞান ” শীর্ষক ব্লগ পোস্টটি বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা, কবিতা, সম্পর্কে বিভিন্ন তথ্য এবং সাধারণ জ্ঞান প্রদান করে। এতে প্রাচীন, মধ্যযুগ, এবং আধুনিক বাংলা কবিতার বিবর্তন, প্রধান কবি এবং তাদের রচিত বিখ্যাত কবিতাগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশসহ অন্যান্য বিখ্যাত কবিদের অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কবিতা প্রেমী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এটি একটি সমৃদ্ধ তথ্যভাণ্ডার, যা বাংলা কবিতার গৌরবময় ঐতিহ্য এবং এর গুরুত্ব সম্পর্কে ধারণা দেবে।

বাংলা কবিতা

আরোও পড়ুন : বাংলা সাহিত্য সর্ম্পকে  সাধারণ জ্ঞান

চলুন দেখে নেই  বাংলা কবিতা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি  

বখ্‌তিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা ?

(A) ইতিহাস
(B) কাব্য
(C) উপন্যাস
(D) রূপকথা

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

সুকবি বল্লভ কার উপাধি ছিল ?

(A) কবি নারায়ণ দেব
(B) কেতকাদাস ক্ষেমানন্দ
(C) রূপরাম চক্রবর্তী
(D) কবি দ্বিজ মাধব

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি ?

(A) গঙ্গা
(B) পুতুল নাচের ইতিকথা
(C) হাঁসুলী বাঁকের উপকথা
(D) গৃহদাহ

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

চর্যাপদের টীকাকারের নাম কী ?

(A) প্রবোধচন্দ্র বাগচী
(B) মুনিদত্ত
(C) মীননাথ
(D) হরপ্রসাদ শাস্ত্রী

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কে ?

(A) লুইপা
(B) কাহ্নপা
(C) শবরপা
(D) ভুসুকুপা

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম ?

(A) সমরেশ বসু
(B) সুনীল গঙ্গোপাধ্যায়
(C) প্রমথ চৌধুরী
(D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন ?

(A) মারাঠি
(B) হিন্দি
(C) মৈথিলি
(D) গুজরাটি

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান ?

(A) সৈয়দ শামসুল হক
(B) সেলিনা হোসেন
(C) অতুল সুর
(D) শওকত আলী

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

আত্মঘাতী বাঙালী কার রচিত গ্রন্থ ?

(A) অশোক মিত্র
(B) দেবীপ্রসাদ চট্রোপাধ্যায়
(C) অতুল সুর
(D) নীরদ চন্দ্র চৌধুরী

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয় ?

(A) ১৯১০ সালে
(B) ১৯১২ সালে
(C) ১৯১৪ সালে
(D) ১৯১৬ সালে

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন