বাংলা কবিতা : সাধারণ জ্ঞান

” বাংলা কবিতা সাধারণ জ্ঞান ” শীর্ষক ব্লগ পোস্টটি বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা, কবিতা, সম্পর্কে বিভিন্ন তথ্য এবং সাধারণ জ্ঞান প্রদান করে। এতে প্রাচীন, মধ্যযুগ, এবং আধুনিক বাংলা কবিতার বিবর্তন, প্রধান কবি এবং তাদের রচিত বিখ্যাত কবিতাগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশসহ অন্যান্য বিখ্যাত কবিদের অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কবিতা প্রেমী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এটি একটি সমৃদ্ধ তথ্যভাণ্ডার, যা বাংলা কবিতার গৌরবময় ঐতিহ্য এবং এর গুরুত্ব সম্পর্কে ধারণা দেবে।

বাংলা কবিতা

আরোও পড়ুন : বাংলা সাহিত্য সর্ম্পকে  সাধারণ জ্ঞান

চলুন দেখে নেই  বাংলা কবিতা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি  

পল্লীকবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন ?

(A) ১৮৯৯
(B) ১৯০৩
(C) ১৯১৩
(D) ১৯১৮

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন ?

(A) বাঙালি 
(B) ফারসি
(C) আরবি
(D) তুর্কি

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

বিখ্যাত কবিতা শিক্ষা গুরুর মর্যাদা কার লেখা ?

(A) আব্দুল কাদির
(B) কাজী কাদের নেওয়াজ
(C) কাজী নজরুল ইসলাম
(D) সুধীন্দ্রনাথ দত্ত

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

বাংলা সাহিত্যের আধুনিক গীতিকবিতার স্রষ্টা

(A) আবুল ফজল
(B) বিহারীলাল চক্রবর্তী
(C) গিরিশচন্দ্র সেন
(D) আবুল মনসুর আহমদ

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

সোজন বাদিয়ার ঘাট এর রচয়িতা কে ?

(A) কাজী নজরুল ইসলাম
(B) কায়কোবাদ
(C) জসীমউদ্দীন
(D) রবীন্দ্রনাথ ঠাকুর

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' কে বলেছেন?

(A) বিদ্যাপতি
(B) চণ্ডীদাস
(C) রবীন্দ্রনাথ
(D) বিবেকানন্দ

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

রামায়ণের রচয়িতা কে?

(A) বেদব্যাস
(B) বাল্মিকী
(C) বশিষ্ঠ
(D) বিশ্বামিত্র

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

মহাভারতের রচয়িতা কে ?

(A) শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস
(B) কালিদাস
(C) বাল্মীকি
(D) কৃত্তিবাস

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

মহাশ্মশান মহাকাব্যের রচয়িতা ?

(A) কায়কোবাদ
(B) বিহারীলাল চক্রবর্তী
(C) মাইকেল মধুসূদন দত্ত 
(D) সুনীতি কুমার চট্টোপাধ্যায়

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

মেঘনাদবধ কাব্যের রচয়িতা কে ?

(A) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(B) প্রবোধচন্দ্র বাগচী
(C) মাইকেল মধুসূদন দত্ত 
(D) সুনীতি কুমার চট্টোপাধ্যায়

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন