সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্য

“সাধারণ জ্ঞান বাংলা সাহিত্য” বিষয়ক ব্লগ পোস্টটি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তরের সমৃদ্ধ একটি সংকলন। এতে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রধান কবি-সাহিত্যিক, গুরুত্বপূর্ণ সাহিত্য আন্দোলন, এবং উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। পাঠকরা এখানে প্রাচীন থেকে আধুনিক বাংলা সাহিত্য, ভাষা আন্দোলনের প্রভাব, এবং সাহিত্যের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এই পোস্টটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, সাহিত্যপ্রেমীদের জন্য সাধারণ জ্ঞান বৃদ্ধির পাশাপাশি বাংলা সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়ার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।

বাংলা সাহিত্য

আরোও পড়ুন : বিজ্ঞান ও প্রযুক্তি   সর্ম্পকে সাধারণ জ্ঞান 

চলুন দেখে নেই   বাংলা সাহিত্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

চর্যাপদ কে আবিষ্কার করেন ?

(A) হরপ্রসাদ শাস্ত্রী
(B) ভারতচন্দ্র রায় গুণাকর
(C) প্রবোধচন্দ্র বাগচী
(D) সুনীতি কুমার চট্টোপাধ্যায়

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

চর্যাপদের কবির সংখ্যা কতজন ?

(A) ২৩ জন
(B) ২৪ জন
(C) ২৫ জন
(D) ২৬ জন

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে ?

(A) সাড়ে ছেচল্লিশটি
(B) সাড়ে ঊনপঞ্চাশটি
(C) সাড়ে বেয়াল্লিশটি
(D) সাড়ে চল্লিশটি

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

চর্যাপদের আদি কবি কে ?

(A) কাহ্নপা
(B) লুইপা
(C) শবরপা
(D) কুক্করীপা

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে ?

(A) বিহারীলাল চক্রবর্তী
(B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(C) কাজী নজরুল ইসলাম
(D) রবীন্দ্রনাথ ঠাকুর

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন?

(A) কামিনী রায়
(B) মানকুমারী বসু
(C) নিরুপমা দেবী
(D) স্বর্ণকুমারী দেবী

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

নেপালের রাজ গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন ?

(A) শ্রীমন্ত শংকরদেব
(B) ড. হরপ্রসাদ শাস্ত্রী
(C) শ্রীশ্রী মাধবদেব
(D) কোনটিই নয়

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?

(A) ১৯০৭
(B) ১৮০৭
(C) ১৯০৯
(D) ১৮০৯

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা -

(A) আনোয়ার পাশা
(B) আবু জাফর শামসুদ্দিন
(C) শওকত ওসমান
(D) রশীদ হায়দার

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা -

(A) বসন্ত
(B) কালের যাত্রা
(C) তাসের দেশ
(D) ক্ষণিকা

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন