সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্য

“সাধারণ জ্ঞান বাংলা সাহিত্য” বিষয়ক ব্লগ পোস্টটি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তরের সমৃদ্ধ একটি সংকলন। এতে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রধান কবি-সাহিত্যিক, গুরুত্বপূর্ণ সাহিত্য আন্দোলন, এবং উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। পাঠকরা এখানে প্রাচীন থেকে আধুনিক বাংলা সাহিত্য, ভাষা আন্দোলনের প্রভাব, এবং সাহিত্যের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এই পোস্টটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, সাহিত্যপ্রেমীদের জন্য সাধারণ জ্ঞান বৃদ্ধির পাশাপাশি বাংলা সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়ার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।

বাংলা সাহিত্য

আরোও পড়ুন : বিজ্ঞান ও প্রযুক্তি   সর্ম্পকে সাধারণ জ্ঞান 

চলুন দেখে নেই   বাংলা সাহিত্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

' আ মরি বাংলা ভাষা' -এ চরণে 'আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে?

(A) আশাবাদ
(B) আনন্দ
(C) আবেগ
(D) আনুগত্য

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

''ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি' গানটির গীতিকার কে?

(A) কাজী নজরুল ইসলাম
(B) ইমন সাহা
(C) রবীন্দ্রনাথ ঠাকুর 
(D) গাজী মাজহারুল আনোয়ার

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

'জ্বলে_পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়' __ কবিতাংশটি কার লেখা ?

(A) কাজী নজরুল ইসলাম
(B) সৈয়দ শামসুল হক
(C) জীবনানন্দ দাশ
(D) সুকান্ত ভুট্রাচার্য

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

"গীতাঞ্জলি" কি ধরনের রচনা?

(A) নাটক
(B) কাব্যগ্রন্থ
(C) প্রবন্ধ
(D) ছোট গল্প

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?

(A) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
(B) চর্যাপদ 
(C) পথের পাচালী
(D) বৈষ্ণব পদাবলী

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

কোন সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয়?

(A) ১৮০১
(B) ১৮৯৯
(C) ১৮৬১
(D) ১৮৫৭

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক -

(A) শামসুর রহমান
(B) বুদ্ধদেব বসু
(C) মাইকেল মধুসূদন দত্ত
(D) রবীন্দ্রনাথ ঠাকুর

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

‘কবর’ নাটক কোন পটভূমিতে রচিত?

(A) বায়ান্নর ভাষা আন্দোলন
(B) বাষট্টির ছাত্র আন্দোলন
(C) একাত্তরের মুক্তিযুদ্ধ
(D) ঊনসত্তরের গণঅভ্যুত্থান

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

'সংশপ্তক' উপন্যাসের লেখক কে?

(A) জহির রায়হান
(B) সৈয়দ শামসুর হক
(C) শহীদুল্লা কায়সার
(D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

বাংলা গদ্যের জনক কে?

(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) মাইকেল মধুসূধন দত্ত
(C) শহীদুল্লা কায়সার
(D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন