সাধারণ জ্ঞান : বিজ্ঞান ও প্রযুক্তি

“সাধারণ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি” ব্লগ পোস্টটি বিজ্ঞানের মৌলিক ধারণা এবং প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে একটি তথ্যবহুল সংকলন। এখানে  মহাকাশ বিজ্ঞান, কম্পিউটার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন ও আবিষ্কারের মাধ্যমে বিশ্বব্যাপী যে পরিবর্তন আসছে, তা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির প্রস্তুতির জন্য বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সাধারণ জ্ঞান অত্যন্ত জরুরি, এবং এই পোস্টটি আপনাকে সেই প্রয়োজনীয় জ্ঞান সরবরাহ করবে।

বিজ্ঞান ও প্রযুক্তি

চলুন দেখে নেই সাধারণ জ্ঞান : বিজ্ঞান ও প্রযুক্তি  প্রশ্ন ও উত্তর গুলি

আরোও পড়ুন : বাংলাদেশ বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান

বিশ্বের প্রথম AI শিশুর নাম কী ?

(A) Tong Tong
(B) Sophia
(C) Aparajita
(D) Qiu Hao

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

অভ্র কীবোর্ড কত সালে তৈরি হয় ?

(A) ১৯৯৯
(B) ২০০২
(C) ২০০৩
(D) ২০০৪

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

স্টারলিংক একটি -

(A) ছায়াপথ
(B) স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা
(C) টিভি চ্যানেল
(D) সংবাদ সংস্থা

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) ইউনিট : কলা, আইন ও সামাজিক বিজ্ঞান

ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় ?

(A) তামা
(B) টাংস্টেন
(C) রূপা
(D) সীসা

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

এক্সরে আবিষ্কার করেন কে ?

(A) রন্টজেন
(B) ফ্যারাডে
(C) নিউটন
(D) মার্কোনি

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী কী ?

(A) Virus
(B) Antivirus
(C) Firewall
(D) Backup

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কী ?

(A) CryoSat-2
(B) Sputnik 1
(C) LignoSat
(D) SkySat

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

Gen Z এর জন্ম সময়কাল কত ?

(A) ১৯৯২-২০০৫
(B) ১৯৯৭-২০১২
(C) ২০০০-২০২০
(D) ২০২৪-২০৪১

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

ইয়াহু মেইল সেবা চালু হয় ?

(A) ১৯৯৫ সালে 
(B) ১৯৯৬ সালে
(C) ১৯৯৭ সালে
(D) ১৯৯৮ সালে

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে ?

(A) যুক্তরাষ্ট্র
(B) ভারত
(C) জাপান
(D) রাশিয়া

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন