সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

“সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী” হলো বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, এবং রাজনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের একটি সমৃদ্ধ সংকলন। এই বিষয়ে জানতে পারলে দেশের সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা লাভ করা যায়, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক। এখানে স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলন, জাতীয় প্রতীক, সংবিধান, এবং দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ  সাধারণ  জ্ঞানের তথ্য রয়েছে। বাংলাদেশকে ঘিরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ঘটনা, বৈচিত্র্যময় সংস্কৃতি, এবং আধুনিক উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে, যা আপনাকে সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা দেবে।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই  সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর গুলি

আরোও পড়ুন : আন্তর্জাতিক বিষয়াবলী

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ ?

(A) ভুটান
(B) পাকিস্তান 
(C) বাংলাদেশ
(D) শ্রীলঙ্কা

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?

(A) বঙ্গোপসাগরে
(B) সন্দ্বীপ চেনেল
(C) মেঘনার মোহনায়
(D) যমুনা নদীতে

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের মহীসোপান সীমা কত নটিক্যাল মাইল ?

(A) ৩৫০
(B) ১৩০
(C) ২০০
(D) ৩৫৪

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল ?

(A) ১০০ নটিক্যাল মাইল
(B) ২০০ নটিক্যাল মাইল
(C) ২৫০ নটিক্যাল মাইল
(D) ৩০০ নটিক্যাল মাইল

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

''ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি' গানটির গীতিকার কে?

(A) কাজী নজরুল ইসলাম
(B) ইমন সাহা
(C) রবীন্দ্রনাথ ঠাকুর 
(D) গাজী মাজহারুল আনোয়ার

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?

(A) আবদুল জব্বার
(B) গোবিন্দলাল হালদার
(C) আপেল মাহমুদ
(D) রফিকুজ্জামান

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?

(A) ১টি
(B) ২টি
(C) ৩টি
(D) ৪টি

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

মৌমাছির চাষকে কি বলা হয় ?

(A) হর্টিকালচার
(B) সেরিকালচার
(C) পিসিকালচার
(D) এপিকালচার

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত ?

(A) রাঙ্গামাটি
(B) সিলেট
(C) বান্দরবান
(D) নোয়াখালী

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয় ?

(A) ঢাকা-সিলেট
(B) দর্শনা-কুষ্টিয়া
(C) কুষ্টিয়া-গোয়ালন্দ
(D) ঢাকা-সিলেট

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন