General Knowledge Bangla

“General Knowledge Bangla” (Gk Knowledge) ওয়েবসাইটটি বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান সরবরাহ করে। এখানে আপনি বাংলাদেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, এবং বিশ্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তর পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির প্রস্তুতি, এবং দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ভাণ্ডার হিসেবে এই ওয়েবসাইটটি শিক্ষার্থী এবং জ্ঞানপিপাসুদের জন্য আদর্শ। বাংলায় সহজে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের উপর নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য এই ওয়েবসাইটটি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম।

Bangla General Knowledge (Gk Knowledge)

General Knowledge Bangla (Gk Knowledge)

চলুন দেখে নেই  general knowledge bangla (Gk Knowledge)  প্রশ্ন ও উত্তর গুলি :

দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য বিনিয়োগ সম্মেলনে কতটি প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়েছে ?

(A) ৩টি
(B) ৪টি
(C) ৫টি
(D) ৬টি

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

আবেল পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয় ?

(A) জার্মানি
(B) ইতালি
(C) নরওয়ে
(D)  সুইডেন

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

কততম দেশ হিসেবে নাসার সঙ্গে আর্টেমিস অ্যাকর্ডস স্বাক্ষর করেছে বাংলাদেশ ?

(A) ৫২তম
(B) ৫৪ তম
(C) ৫৬ তম
(D) ৫৮ তম

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

ইউরোপের রণাঙ্গন বলা হয় কোন দেশকে ?

(A) জার্মানি
(B) ইতালি
(C) বেলজিয়াম
(D)  ফ্রান্স

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হচ্ছে কোথায় ?

(A) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
(B) ঢাকা বিশ্ববিদ্যালয়
(C) রাজশাহী বিশ্ববিদ্যালয়
(D) খুলনা বিশ্ববিদ্যালয়

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী বছরের কয়টি মাস ৩১ দিনে শেষ হয় ?

(A) ৫টি
(B) ৬টি
(C) ৭টি
(D) ৮টি

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

কোনটিকে অনুসরণ করে বাংলা সনের প্রবর্তন করা হয়েছে ?

(A) সৌরবর্ষ
(B) চীনা বর্ষপঞ্জি
(C) জুলিয়ান বর্ষপঞ্জি
(D) চন্দ্র ও সৌর বর্ষ  উভয়ের সমন্বয়ে

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

কত বছর পর পর অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ?

(A) ৫ বছর
(B) ৭ বছর
(C) ৮ বছর
(D) ১০ বছর

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত ?

(A) আড়াইহাজার, নারায়ণগঞ্জ
(B) শ্রীমঙ্গল, সিলেট
(C) মিরসরাই, চট্টগ্রাম
(D  লালমাই, কুমিল্লা

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠা করা হয় ?

(A) ভার্সাই চুক্তি
(B) প্যারিস চুক্তি
(C) লিসবন চুক্তি
(D) তাসখন্দ চুক্তি

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন