আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।
আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(A) প্যারিস
(B) ব্রাসেলস
(C) লন্ডন
(D) বন
- Correct Answer : B
২৮ নভেম্বর ২০২৩ কোন দেশ ইন্টারপোলের ১৯৬তম সদস্যপদ লাভ করে?
(A) মাইক্রোনেশিয়া
(B) ভানুয়াতু
(C) পালাউ
(D) সলোমন দ্বীপপুঞ্জ
- Correct Answer : C
East African Community (EAC)-এর বর্তমান সদস্য কত?
(A) ৮টি
(B) ১০ টি
(C) ১২ টি
(D) ১৪ টি
- Correct Answer : A
কোন উপন্যাসের জন্য ২০২৩ সালের বুকার পুরস্কার প্রদান করা হয়?
(A) The Black Snow
(B) Red Sky in Morning
(C) Prophet Song
(D) Beyond the Sea
- Correct Answer : C
২৪ অক্টোবর ২০২৩ কোন দেশ IPU'র ১৮০তম সদস্যপদ লাভ করে?
(A) টোঙ্গা
(B) ভুটান
(C) ইরান
(D) বাহামাস
- Correct Answer : D
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর বর্তমান সদস্য কত ?
(A) ১৭২টি
(B) ১৭৪টি
(C) ১৭৮টি
(D) ১৮০টি
- Correct Answer : D
বিশ্বের প্রথম রোবোটিক হার্ট প্রতিস্থাপিত হয় কোন দেশে?
(A) সৌদি আরব
(B) রাশিয়া
(C) ভারত
(D) জাপান
- Correct Answer : A
১৬ নভেম্বর ২০২৩ কোন দেশ IHO'র ৯৯তম সদস্যপদ লাভ করে?
(A) ইরাক
(B) আলবেনিয়া
(C) কেপভার্দে
(D) অ্যাঙ্গোলা
- Correct Answer : C
১৫ ডিসেম্বর ২০২৩ কোন দেশ EAC'র ৮ম সদস্যপদ লাভ করে?
(A) কেনিয়া
(B) সোমালিয়া
(C) উগান্ডা
(D) তানজানিয়া
- Correct Answer : B
২০২৩ সালে 'বুকার' পুরস্কার লাভ করেন কে ?
(A) শিহান করুনাতিলকা
(B) বার্নারডাইন এভারিস্টো
(C) পল লিঞ্চ
(D) ড্যামন গ্যালগাট
- Correct Answer : C