আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে ?

(A) লন্ডন
(B) প্যারিস
(C) নিউইয়র্ক
(D) সিডনি

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

ওডেসা সমুদ্রবন্দর কোন সাগরের অববাহিকায় অবস্থিত ?

(A) কৃষ্ণ সাগর
(B) কাটালান সাগর
(C) ক্যারিবিয় সাগর
(D) গ্রীনল্যান্ড সাগর

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি ?

(A) ম্যানগ্রোভ
(B) গ্রীষ্মমন্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল
(C) উপক্রান্তীয় ঘনবর্ষণ বনাঞ্চল
(D) ঘনবর্ষণ বনাঞ্চল

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

আমাজন বনাঞ্চল কত শতাংশ অক্সিজেন এর উৎস ?

(A) প্রায় ১০ শতাংশ
(B) প্রায় ২০ শতাংশ
(C) প্রায় ৩০ শতাংশ
(D) প্রায় ৪০ শতাংশ

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি ?

(A)  পার্ল  হারবার
(B)  চিচেন ইটজা
(C)  লাপাজ
(D)  ডেথভ্যালি

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

মিশর ও ইসরায়েলের মধ্যকার ক্যাম্প ডেভিড চুক্তিতে মধ্যস্থতা করেছে কোন দেশ ?

(A)  জর্ডান
(B) ফ্রান্স
(C)  তুরষ্ক
(D)  যুক্তরাষ্ট্র

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে ?

(A) ভারত ও পাকিস্তান
(B) মিশর ও ইসরাইল
(C) যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
(D) সৌদি আরব ও ইরান

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

সম্প্রতি বাংলাদেশ সফর করা নভোচারী জোসেফ এম আকাবা কোন দেশের অধিবাসী ?

(A) চীন
(B) যুক্তরাষ্ট্র
(C) রাশিয়া
(D) সুইডেন

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

কতটি দেশ জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী ?

(A) ১৫
(B) ২৩
(C) ৩২
(D) ৫১

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া ?

(A) Narrow Gauge
(B) Broad Gauge
(C) Mitre Gause
(D) Mix Gauge 

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন