আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

(A) হোক্কাইডো
(B) কিওসু
(C) হনসু
(D) নিক্ক

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ?

(A) ১ এপ্রিল 
(B) ২ এপ্রিল 
(C) ৩ এপ্রিল 
(D) ৪ এপ্রিল 

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

(A) ভলাগা
(B) দানিয়ুব
(C) নীলনদ
(D) আমাজন

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই ?

(A) বাংলাদেশ
(B) নেপাল
(C) পাকিস্তান
(D) ভারত

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৯-২য় ধাপ

পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত

(A) ফিনল্যান্ড
(B) ইংল্যান্ড
(C) আয়ারল্যান্ড
(D) কানাডা

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৯-২য় ধাপ

ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি ?

(A) ১৭টি
(B) ১৮টি
(C) ২৭টি
(D) ২৮টি

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৯-২য় ধাপ

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?

(A) ৮
(B) ১৫
(C) ১৭
(D) ২৪

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

(A) সাংহাই 
(B) মস্কো
(C) দিল্লী
(D) ওয়াশিংটন

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত ?

(A) জেনেভা
(B)  আমস্টারডাম
(C) প্যারিস
(D)  হেগ

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত ?

(A) ম্যানচেস্টার
(B)  লন্ডন
(C) মায়ামী
(D) স্কটল্যান্ড

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন