আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

পোপ ফ্রান্সিস কে সমাধিস্থ করা হয়েছে ?

(A) সান্তা কোস্টানজা
(B) রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায়
(C) ট্রাভেস্টেরে সান্তা সিসিলিয়া
(D) সান মার্টিনো আই মন্টি

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয় ?

(A) শহীদ রাজাই বন্দর
(B) কাস্পিয়ান বন্দর
(C) চাবাহার বন্দর
(D) আমিরাবাদ বন্দর

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয় ?

(A) ইতালি
(B) ফ্রান্স
(C) নরওয়ে
(D) সুইডেন

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ?

(A) ১৯৬২
(B) ১৯৬৬
(C) ১৯৭২
(D)  ১৯৭৩

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

রাফাল যুদ্ধবিমান কোন দেশের তৈরি ?

(A) ফ্রান্স
(B) জার্মানি
(C) রাশিয়া
(D) চীন

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে ?

(A) পেহেলগাম
(B) জম্মুতে
(C) লাদাখে
(D) বৈশরণ উপত্যকা

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

আবেল পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয় ?

(A) জার্মানি
(B) ইতালি
(C) নরওয়ে
(D)  সুইডেন

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

ইউরোপের রণাঙ্গন বলা হয় কোন দেশকে ?

(A) জার্মানি
(B) ইতালি
(C) বেলজিয়াম
(D)  ফ্রান্স

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠা করা হয় ?

(A) ভার্সাই চুক্তি
(B) প্যারিস চুক্তি
(C) লিসবন চুক্তি
(D) তাসখন্দ চুক্তি

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ কোন দেশে অবস্থিত ?

(A) চীন
(B) রাশিয়া
(C) যুক্তরাষ্ট্র
(D) ফ্রান্স

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন