আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি ?

(A) দক্ষিণ চীন সাগর
(B) কাস্পিয়ান সাগর
(C) আরব সাগর
(D) বাল্টিক সাগর

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

তাস কোন দেশের সংবাদ সংস্থার নাম ?

(A) রাশিয়া
(B) ইউক্রেন
(C) চীন
(D) ফ্রান্স

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

অস্কার পুরস্কার কী ?

(A) শিশু সাহিত্য পুরস্কার
(B) সাংবাদিকতার পুরস্কার
(C) চলচ্চিত্র পুরস্কার
(D) ক্রীড়া পুরস্কার

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

মালদ্বীপ কোন সাগরে অবস্থিত ?

(A) আরব সাগর
(B) বঙ্গোপসাগর
(C) ভারত মহাসাগর
(D) পারস্য উপসাগর

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত ?

(A) আমেরিকান পিস সেন্টার
(B) গ্রাউন্ড জিরো
(C) জিরো পয়েন্ট
(D) ওয়ার্ল্ড সিমেট্রি

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান-

(A) ১৯৭৯ সালে
(B) ১৯৮০ সালে
(C) ১৯৯০ সালে
(D) ১৯৯১ সালে

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?

(A) ১৯৫১
(B) ১৯৬২
(C) ১৯৬৩
(D) ১৯৬৪

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

কনস্টান্টিনোপল কোন শহরের পূর্ব নাম ?

(A) আঙ্কারা
(B) তেহরান
(C) ইস্তাম্বুল
(D) ইদলিব

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

নিচের কোনটি ইরানের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান ?

(A) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
(B) গার্ডিয়ান কাউন্সিল
(C) রেভ্যুলূশনারী গার্ড
(D) পররাষ্ট্র মন্ত্রণালয়

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

নিচের কোন দেশের মুদ্রার মূল্যমান সবচেয়ে বেশি ?

(A) রাশিয়া
(B) ফ্রান্স
(C) কুয়েত
(D)  ইতালি

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন