আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী, মুদ্রা এবং সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী, মুদ্রা এবং সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম :

আফ্রিকা মহাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও দ্বিতীয় জনবহুল মহাদেশ। এর ৫৪টি স্বীকৃত দেশ রয়েছে, যাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব রাজধানী, সংস্কৃতি, মুদ্রা এবং আকর্ষণীয় বৈশিষ্ট্য। এই ব্লগ পোস্টে আমরা আফ্রিকা মহাদেশ সর্ম্পকে তুলে ধরবো । যেখানে প্রতিটি দেশের নাম, রাজধানী, আয়তন, মুদ্রার নাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে উপস্থাপন করেছি। শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান বাড়াতে, ভ্রমণপিপাসুদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানাতে এবং কুইজ প্রতিযোগিতার প্রস্তুতিতে সহায়ক হতে এটি অত্যন্ত কার্যকর। আফ্রিকার বৈচিত্র্যময় দেশসমূহের নাম ও তাদের গুরুত্বপূর্ণ তথ্য জানুন এক নজরে। ব্লগটি পড়ুন এবং আপনার জ্ঞান সমৃদ্ধ করুন!

আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম

দেখে নেই আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশের নাম ,রাজধানী, আয়তন ও মুদ্রার নাম গুলো ।

দেশের নামরাজধানীআয়তন (কিমি)মুদ্রা
আলজেরিয়াআলজিয়ার্স২৩,৮১,৭৪১আলজেরিয়ান দিনার (DZD)
অ্যাঙ্গোলালুয়ান্ডা১২,৪৬,৭০০অ্যাঙ্গোলান কুয়াঞ্জা (AOA)
বেনিনপোর্টো-নোভো১১২,৬২২পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF)
বতসোয়ানাগাবোরোন৫৮১,৭৩০পোলা (BWP)
বুর্কিনা ফাসোওয়াগাদুগু২৭২,৯৬৭পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF)
বুরুন্ডিগিতেগা২৭,৮৩৪বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক (BIF)
ক্যামেরুনইয়াউন্দে৪,৭৫,৪৪২মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XAF)
কেপ ভার্দেপ্রায়া৪,০৩৩কাবু ভের্দীয় এস্কুদো (CVE)
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রবাংগি৬,২২,৯৮৪মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XAF)
চাদএনজামেনা১২,৮৪,০০০মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XAF)
কোমোরোসমরোনি২,২৩৫কোমোরিয়ান ফ্রাংক (KMF)
কোত দিভোয়ারইয়ামুসুক্রো৩,২২,৪৬০পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF)
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রকিনশাসা২৩,৪৫,৪০৯কঙ্গোলিজ ফ্রাঙ্ক (CDF)
কঙ্গো প্রজাতন্ত্রব্রাজাভিল৩,৪২,০০০মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XAF)
জিবুতিজিবুতি২৩,২০০জিবুতিয়ান ফ্রাঙ্ক (DJF)
মিশরকায়রো১০,০২,৪৫০মিশরীয় পাউন্ড (ইজিপি)
গিনি-বিসাউবিসাউ৩৬,১২৫পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF)
ইরিত্রিয়াআসমারা১,১৭,৬০০নাকফা (ERN)
ইথিওপিয়াআদ্দিস আবাবা১,১০৪,৩০০বির (ETB)
গ্যাবনলিব্রভিল২,৬৭,৬৬৮মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XAF)
গাম্বিয়াবাঙুল১০,৬৮৯ডালাসি (জিএমডি)
ঘানাআক্রা২,৩৮,৫৩৫ঘানাইয়ান সেডি (GHS)
গিনিকোনাক্রি২,৪৫,৮৩৬গিনি ফ্রাঙ্ক (GNF)
গিনি-বিসাউবিসাউ৩৬,১২৫পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF)
কেনিয়ানাইরোবি৫,৮০,৩৬৭কেনিয়ান শিলিং (KES)
লেসোথোমাসেরু৩০,৩৫৫লোতি (LSL)
লাইবেরিয়ামনরোভিয়া১,১১,৩৬৯লাইবেরিয়ান ডলার (LRD)
লিবিয়াত্রিপোলি১৭,৫৯,৫৪১দিনার (LYD)
মাদাগাস্কারআন্তানানারিভো৫,৮৭,০৪১মালাগাসি এরিয়ারি (MGA)
মালাউইলিলংগুয়ে১,১৮,৪৮৪মালাউই কোয়াচা (D) (MWK)
মালিবামাকো১২,৪০,১৯২পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF)
মৌরিতানিয়ানোয়াকচট১০,৩০,০০০ওগুইয়া (MRO)
মরিশাসপোর্ট লুইস২,০৪০মরিশিয়ান রুপি (MUR)
মরক্কোরাবাত৭,১০,৮৫০
৪৪৬,৫৫০
দিরহাম (MAD)
মোজাম্বিকমাপুতো৮,০১,৫৯০মেটিকাল (MZN)
নামিবিয়াউইন্ডহুক৮,২৫,৪১৮নামিবিয়ান ডলার (NAD)
নাইজারনিয়ামে১২,৬৭,০০০পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF)
নাইজেরিয়াআবুজা৯,২৩,৭৬৮নাইজেরিয়ান নাইরা (NGN)
রুয়ান্ডাকিগালি২৬,৭৯৮রুয়ান্ডান ফ্রাঙ্ক (RWF)
সাঁউ তুমি ও প্রিন্সিপিসাঁউ তুমি১,০০১দোব্রা (STD)
সেনেগালডাকার১,৯৬,৭১২পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF)
সেশেলসভিক্টোরিয়া৪৫১সেশেল রুপি (SCR)
সিয়েরা লিওনফ্রিটাউন৭১,৭৪০লিওন ( SLL )
সোমালিয়ামোগাদিশু৬,৩৭,৬৫৭সোমালী শিলিং (SOS)
দক্ষিণ আফ্রিকাপ্রিটোরিয়া (নির্বাহী) বলুমফন্টেইন (বিচার বিভাগীয়) কেপ টাউন (আইন বিভাগীয়)১২,২১,০৩৭দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড (ZAR)
দক্ষিণ সুদানজুবা৬,৪৪,৩২৯দক্ষিণ সুদানী পাউন্ড (SSP)
সুদানখার্তুম১৮,৮৬,০৬৮সুদানিজ পাউন্ড (SDG)
ইসোয়াতিনিএম্বাবানে (কার্যনির্বাহী)
লোবাম্বা (বিধানিক)
১৭,৩৬৪লিলাঙ্গেনি (SZL)
তানজানিয়াদোদোমা৯,৪৫,০৮৭তানজানিয়ান শিলিং (TZS)
টোগোলোমে৫৬,৭৮৫পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF)
তিউনিসিয়াতিউনিস১,৬৩,৬১০দিনার (TND)
উগান্ডাকাম্পালা২,৪১,০৩৮উগান্ডা শিলিং (UGX)
জাম্বিয়ালুসাকা৭,৫২,৬১৮জাম্বিয়ান কোয়াচা (ZMW)
জিম্বাবুয়েহারারে৩,৯০,৭৫৭জিম্বাবুয়ান ডলার (ZWD)

আফ্রিকা মহাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

  • পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ : আফ্রিকা মহাদেশ
  • আফ্রিকা মহাদেশের আয়তন কত : ৩,০২,২১,৫৩২ বর্গ কিলোমিটার
  • আফ্রিকার প্রধান অর্থনৈতিক সংগঠন : আফ্রিকান ইউনিয়ন (AU)
  • আরব বসন্ত শুরু হয় কোন দেশে : তিউনিসিয়ায়
  • আফ্রিকার সর্বনিম্ন আয়তনের দেশ : সিসিলিস
  • বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ : সিয়েরা লিয়ন
  • সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত : আফ্রিকা মহাদেশে
  • আফ্রিকার সবচেয়ে দীর্ঘ নদী : নীলনদ
  • আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী : জিব্রাল্টার
  • এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী : বাবেল মান্দেব প্রণালী
  • আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয় : উগান্ডাকে
  • সাহারা মরুভূমি কোথায় অবস্থিত : আফ্রিকার উত্তরাংশে অবস্থিত
  • হর্ন অব আফ্রিকা বলা হয় কোন দেশকে : ইথিওপিয়া
  • অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় : আফ্রিকা
  • আফ্রিকায় মোট কয়টি দেশ আছে : ৫৪টি
  • আফ্রিকার বৃহত্তম হ্রদ : ভিক্টোরিয়া হ্রদ
  • কোন নেতাকে আফ্রিকার গান্ধী বলা হয় : নেলসন ম্যান্ডেলা
  • আফ্রিকার সাব-সাহারা অঞ্চল কী নামে পরিচিত : সাহেল
  • আফ্রিকার নিরক্ষীয় নিবিড় অরণ্য কোন প্রাণী বাস করে : গরিলা ও শিম্পাঞ্জি
  • আফ্রিকার সবচেয়ে বড় দেশ : আলজেরিয়া
  • দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম : জুলু
  • দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাব্দ প্রেসিডেন্ট : ডি ক্লার্ক
  • সুয়েজ খাল কোথায় অবস্থিত : মিশর
  • আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত : মাউন্ট কিলিমাঞ্জারো
  • মিশর সুয়েজখাল জাতীয়করণ করেছিল কত সালে : ১৯৫৬ সালে
  • সুয়েজ খালের খনন কাজ কত সালে সম্পন্ন হয় : ১৮৬৯ সালে
  • তাহরির স্কয়ার কোথায় অবস্থিত : মিশরের কায়রোতে
  • গ্রিন বুক গ্রন্থের লেখক কে : মুয়াম্মার গাদ্দাফি
  • আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ : নাইজেরিয়া
  • দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসন ছিল : ৩৪২ বছর
  • দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতির প্রবক্তা কে : জেমস হার্জগ
  • নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় : ১৯৬৪
  • পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোথায় অবস্থিত : দক্ষিণ আফ্রিকা
  • আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে : বিষুব রেখা
  • আফ্রিকার সবচেয়ে বড় মরুভূমি : সাহারা মরুভূমি
  • নীল নদ কত দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় : ১১টি দেশের মধ্যে দিয়ে
  • সাহারা মরুভূমির আয়তন : প্রায় ৯.২ মিলিয়ন বর্গকিলোমিটার
  • AU এর পূর্ণরূপ কী : African Union
  • আফ্রিকান ইউনিয়ান এর যাত্রা শুরু হয় : ৯ জুলাই, ২০০২
  • আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় : আদ্দিস আবাবা
  • আফ্রিকার কোন দেশকে রংধনু জাতি বলা হয় : দক্ষিণ আফ্রিকা
  • মাদাগাস্কার দ্বীপটি কোন মহাদেশের অংশ : আফ্রিকা মহাদেশের
  • আফ্রিকার সবচেয়ে বড় বন্দর : ডারবান
  • আফ্রিকার বৃহত্তম বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা : সেরেঙ্গেটি (তানজানিয়া)
  • আফ্রিকার কোন দেশে পৃথিবীর প্রাচীনতম মানব ফসিল পাওয়া গেছে : ইথিওপিয়া
  • আফ্রিকার সবচেয়ে বড় জলপ্রপাত : ভিক্টোরিয়া জলপ্রপাত
  • কোন আফ্রিকান দেশকে “পিরামিডের দেশ” বলা হয় : মিশর
  • আফ্রিকার কোন দেশটি কফির জন্য বিখ্যাত : ইথিওপিয়া
  • কোন আফ্রিকান দেশে আফ্রিকার বৃহত্তম সাফারি অবস্থিত : তানজানিয়া
  • আফ্রিকার সবচেয়ে বড় গিরিখাত : রিফট ভ্যালি
  • আফ্রিকার কোন দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত : মাদাগাস্কার
  • আফ্রিকায় সবচেয়ে বেশি কফি উৎপাদন করে কোন দেশ : ইথিওপিয়া
  • আফ্রিকার সবচেয়ে পুরনো সভ্যতা : মিশরীয় সভ্যতা
  • আফ্রিকায় কোন হ্রদে নীলনদ উৎপত্তি হয় : ভিক্টোরিয়া হ্রদ

আরোও পড়ুন এবং ডাউনলোড করুন :

ওশেনিয়া মহাদেশের দেশগুলোর নাম, রাজধানী, মুদ্রা আয়তন ও অবস্থান

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম রাজধানী আয়তন ও অবস্থান

চাকরির আবেদন পত্র ডাউনলোড

আফ্রিকা মহাদেশের দেশ কয়টি

৫৪টি (স্বীকৃত)

আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি

আলজেরিয়া

আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ কয়টি

৫৪টি

আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি

সিসিলিস

এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী

বাবেল মান্দেব প্রণালী

আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি

মাউন্ট কিলিমাঞ্জারো

    উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী এবং সাধারণ জ্ঞান
    January 7, 2025

    […] […]

    0
    0

Leave A Comment

Related Posts

ইতিহাস

ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে ? (A) ১৬০০(B) ১৬১৬(C) ১৬১৭(D) ১৬১৮ Correct Answer : A সঠিক উত্তরটি দেখুন

Read More

বাংলা সাহিত্য

পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে ? (A) মুনীর চৌধুরী(B) মানিক বন্দ্যোপাধ্যায়(C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়(D) সমরেশ বসু Correct Answer :  B

Read More

খেলাধুলা

বাংলাদেশ কততম টেস্ট খেলুড়ে দেশ? (A) সপ্তম(B) অষ্টম(C) নবম(D) দশম Correct Answer : D সঠিক উত্তরটি দেখুন

Read More

আন্তজার্তিক বিষয়াবলী

সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ কোনটি? (A) জার্মানি(B) যুক্তরাষ্ট্র(C) তাইওয়ান(D) ফিনল্যান্ড Correct Answer : C সঠিক উত্তরটি দেখুন

Read More