আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম :
আফ্রিকা মহাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও দ্বিতীয় জনবহুল মহাদেশ। এর ৫৪টি স্বীকৃত দেশ রয়েছে, যাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব রাজধানী, সংস্কৃতি, মুদ্রা এবং আকর্ষণীয় বৈশিষ্ট্য। এই ব্লগ পোস্টে আমরা আফ্রিকা মহাদেশ সর্ম্পকে তুলে ধরবো । যেখানে প্রতিটি দেশের নাম, রাজধানী, আয়তন, মুদ্রার নাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে উপস্থাপন করেছি। শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান বাড়াতে, ভ্রমণপিপাসুদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানাতে এবং কুইজ প্রতিযোগিতার প্রস্তুতিতে সহায়ক হতে এটি অত্যন্ত কার্যকর। আফ্রিকার বৈচিত্র্যময় দেশসমূহের নাম ও তাদের গুরুত্বপূর্ণ তথ্য জানুন এক নজরে। ব্লগটি পড়ুন এবং আপনার জ্ঞান সমৃদ্ধ করুন!
আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম
দেখে নেই আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশের নাম ,রাজধানী, আয়তন ও মুদ্রার নাম গুলো ।
দেশের নাম | রাজধানী | আয়তন (কিমি) | মুদ্রা |
আলজেরিয়া | আলজিয়ার্স | ২৩,৮১,৭৪১ | আলজেরিয়ান দিনার (DZD) |
অ্যাঙ্গোলা | লুয়ান্ডা | ১২,৪৬,৭০০ | অ্যাঙ্গোলান কুয়াঞ্জা (AOA) |
বেনিন | পোর্টো-নোভো | ১১২,৬২২ | পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF) |
বতসোয়ানা | গাবোরোন | ৫৮১,৭৩০ | পোলা (BWP) |
বুর্কিনা ফাসো | ওয়াগাদুগু | ২৭২,৯৬৭ | পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF) |
বুরুন্ডি | গিতেগা | ২৭,৮৩৪ | বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক (BIF) |
ক্যামেরুন | ইয়াউন্দে | ৪,৭৫,৪৪২ | মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XAF) |
কেপ ভার্দে | প্রায়া | ৪,০৩৩ | কাবু ভের্দীয় এস্কুদো (CVE) |
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র | বাংগি | ৬,২২,৯৮৪ | মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XAF) |
চাদ | এনজামেনা | ১২,৮৪,০০০ | মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XAF) |
কোমোরোস | মরোনি | ২,২৩৫ | কোমোরিয়ান ফ্রাংক (KMF) |
কোত দিভোয়ার | ইয়ামুসুক্রো | ৩,২২,৪৬০ | পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF) |
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র | কিনশাসা | ২৩,৪৫,৪০৯ | কঙ্গোলিজ ফ্রাঙ্ক (CDF) |
কঙ্গো প্রজাতন্ত্র | ব্রাজাভিল | ৩,৪২,০০০ | মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XAF) |
জিবুতি | জিবুতি | ২৩,২০০ | জিবুতিয়ান ফ্রাঙ্ক (DJF) |
মিশর | কায়রো | ১০,০২,৪৫০ | মিশরীয় পাউন্ড (ইজিপি) |
গিনি-বিসাউ | বিসাউ | ৩৬,১২৫ | পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF) |
ইরিত্রিয়া | আসমারা | ১,১৭,৬০০ | নাকফা (ERN) |
ইথিওপিয়া | আদ্দিস আবাবা | ১,১০৪,৩০০ | বির (ETB) |
গ্যাবন | লিব্রভিল | ২,৬৭,৬৬৮ | মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XAF) |
গাম্বিয়া | বাঙুল | ১০,৬৮৯ | ডালাসি (জিএমডি) |
ঘানা | আক্রা | ২,৩৮,৫৩৫ | ঘানাইয়ান সেডি (GHS) |
গিনি | কোনাক্রি | ২,৪৫,৮৩৬ | গিনি ফ্রাঙ্ক (GNF) |
গিনি-বিসাউ | বিসাউ | ৩৬,১২৫ | পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF) |
কেনিয়া | নাইরোবি | ৫,৮০,৩৬৭ | কেনিয়ান শিলিং (KES) |
লেসোথো | মাসেরু | ৩০,৩৫৫ | লোতি (LSL) |
লাইবেরিয়া | মনরোভিয়া | ১,১১,৩৬৯ | লাইবেরিয়ান ডলার (LRD) |
লিবিয়া | ত্রিপোলি | ১৭,৫৯,৫৪১ | দিনার (LYD) |
মাদাগাস্কার | আন্তানানারিভো | ৫,৮৭,০৪১ | মালাগাসি এরিয়ারি (MGA) |
মালাউই | লিলংগুয়ে | ১,১৮,৪৮৪ | মালাউই কোয়াচা (D) (MWK) |
মালি | বামাকো | ১২,৪০,১৯২ | পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF) |
মৌরিতানিয়া | নোয়াকচট | ১০,৩০,০০০ | ওগুইয়া (MRO) |
মরিশাস | পোর্ট লুইস | ২,০৪০ | মরিশিয়ান রুপি (MUR) |
মরক্কো | রাবাত | ৭,১০,৮৫০ ৪৪৬,৫৫০ | দিরহাম (MAD) |
মোজাম্বিক | মাপুতো | ৮,০১,৫৯০ | মেটিকাল (MZN) |
নামিবিয়া | উইন্ডহুক | ৮,২৫,৪১৮ | নামিবিয়ান ডলার (NAD) |
নাইজার | নিয়ামে | ১২,৬৭,০০০ | পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF) |
নাইজেরিয়া | আবুজা | ৯,২৩,৭৬৮ | নাইজেরিয়ান নাইরা (NGN) |
রুয়ান্ডা | কিগালি | ২৬,৭৯৮ | রুয়ান্ডান ফ্রাঙ্ক (RWF) |
সাঁউ তুমি ও প্রিন্সিপি | সাঁউ তুমি | ১,০০১ | দোব্রা (STD) |
সেনেগাল | ডাকার | ১,৯৬,৭১২ | পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF) |
সেশেলস | ভিক্টোরিয়া | ৪৫১ | সেশেল রুপি (SCR) |
সিয়েরা লিওন | ফ্রিটাউন | ৭১,৭৪০ | লিওন ( SLL ) |
সোমালিয়া | মোগাদিশু | ৬,৩৭,৬৫৭ | সোমালী শিলিং (SOS) |
দক্ষিণ আফ্রিকা | প্রিটোরিয়া (নির্বাহী) বলুমফন্টেইন (বিচার বিভাগীয়) কেপ টাউন (আইন বিভাগীয়) | ১২,২১,০৩৭ | দক্ষিণ আফ্রিকান র্যান্ড (ZAR) |
দক্ষিণ সুদান | জুবা | ৬,৪৪,৩২৯ | দক্ষিণ সুদানী পাউন্ড (SSP) |
সুদান | খার্তুম | ১৮,৮৬,০৬৮ | সুদানিজ পাউন্ড (SDG) |
ইসোয়াতিনি | এম্বাবানে (কার্যনির্বাহী) লোবাম্বা (বিধানিক) | ১৭,৩৬৪ | লিলাঙ্গেনি (SZL) |
তানজানিয়া | দোদোমা | ৯,৪৫,০৮৭ | তানজানিয়ান শিলিং (TZS) |
টোগো | লোমে | ৫৬,৭৮৫ | পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF) |
তিউনিসিয়া | তিউনিস | ১,৬৩,৬১০ | দিনার (TND) |
উগান্ডা | কাম্পালা | ২,৪১,০৩৮ | উগান্ডা শিলিং (UGX) |
জাম্বিয়া | লুসাকা | ৭,৫২,৬১৮ | জাম্বিয়ান কোয়াচা (ZMW) |
জিম্বাবুয়ে | হারারে | ৩,৯০,৭৫৭ | জিম্বাবুয়ান ডলার (ZWD) |
আফ্রিকা মহাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ : আফ্রিকা মহাদেশ
- আফ্রিকা মহাদেশের আয়তন কত : ৩,০২,২১,৫৩২ বর্গ কিলোমিটার
- আফ্রিকার প্রধান অর্থনৈতিক সংগঠন : আফ্রিকান ইউনিয়ন (AU)
- আরব বসন্ত শুরু হয় কোন দেশে : তিউনিসিয়ায়
- আফ্রিকার সর্বনিম্ন আয়তনের দেশ : সিসিলিস
- বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ : সিয়েরা লিয়ন
- সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত : আফ্রিকা মহাদেশে
- আফ্রিকার সবচেয়ে দীর্ঘ নদী : নীলনদ
- আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী : জিব্রাল্টার
- এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী : বাবেল মান্দেব প্রণালী
- আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয় : উগান্ডাকে
- সাহারা মরুভূমি কোথায় অবস্থিত : আফ্রিকার উত্তরাংশে অবস্থিত
- হর্ন অব আফ্রিকা বলা হয় কোন দেশকে : ইথিওপিয়া
- অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় : আফ্রিকা
- আফ্রিকায় মোট কয়টি দেশ আছে : ৫৪টি
- আফ্রিকার বৃহত্তম হ্রদ : ভিক্টোরিয়া হ্রদ
- কোন নেতাকে আফ্রিকার গান্ধী বলা হয় : নেলসন ম্যান্ডেলা
- আফ্রিকার সাব-সাহারা অঞ্চল কী নামে পরিচিত : সাহেল
- আফ্রিকার নিরক্ষীয় নিবিড় অরণ্য কোন প্রাণী বাস করে : গরিলা ও শিম্পাঞ্জি
- আফ্রিকার সবচেয়ে বড় দেশ : আলজেরিয়া
- দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম : জুলু
- দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাব্দ প্রেসিডেন্ট : ডি ক্লার্ক
- সুয়েজ খাল কোথায় অবস্থিত : মিশর
- আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত : মাউন্ট কিলিমাঞ্জারো
- মিশর সুয়েজখাল জাতীয়করণ করেছিল কত সালে : ১৯৫৬ সালে
- সুয়েজ খালের খনন কাজ কত সালে সম্পন্ন হয় : ১৮৬৯ সালে
- তাহরির স্কয়ার কোথায় অবস্থিত : মিশরের কায়রোতে
- গ্রিন বুক গ্রন্থের লেখক কে : মুয়াম্মার গাদ্দাফি
- আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ : নাইজেরিয়া
- দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসন ছিল : ৩৪২ বছর
- দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতির প্রবক্তা কে : জেমস হার্জগ
- নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় : ১৯৬৪
- পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোথায় অবস্থিত : দক্ষিণ আফ্রিকা
- আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে : বিষুব রেখা
- আফ্রিকার সবচেয়ে বড় মরুভূমি : সাহারা মরুভূমি
- নীল নদ কত দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় : ১১টি দেশের মধ্যে দিয়ে
- সাহারা মরুভূমির আয়তন : প্রায় ৯.২ মিলিয়ন বর্গকিলোমিটার
- AU এর পূর্ণরূপ কী : African Union
- আফ্রিকান ইউনিয়ান এর যাত্রা শুরু হয় : ৯ জুলাই, ২০০২
- আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় : আদ্দিস আবাবা
- আফ্রিকার কোন দেশকে রংধনু জাতি বলা হয় : দক্ষিণ আফ্রিকা
- মাদাগাস্কার দ্বীপটি কোন মহাদেশের অংশ : আফ্রিকা মহাদেশের
- আফ্রিকার সবচেয়ে বড় বন্দর : ডারবান
- আফ্রিকার বৃহত্তম বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা : সেরেঙ্গেটি (তানজানিয়া)
- আফ্রিকার কোন দেশে পৃথিবীর প্রাচীনতম মানব ফসিল পাওয়া গেছে : ইথিওপিয়া
- আফ্রিকার সবচেয়ে বড় জলপ্রপাত : ভিক্টোরিয়া জলপ্রপাত
- কোন আফ্রিকান দেশকে “পিরামিডের দেশ” বলা হয় : মিশর
- আফ্রিকার কোন দেশটি কফির জন্য বিখ্যাত : ইথিওপিয়া
- কোন আফ্রিকান দেশে আফ্রিকার বৃহত্তম সাফারি অবস্থিত : তানজানিয়া
- আফ্রিকার সবচেয়ে বড় গিরিখাত : রিফট ভ্যালি
- আফ্রিকার কোন দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত : মাদাগাস্কার
- আফ্রিকায় সবচেয়ে বেশি কফি উৎপাদন করে কোন দেশ : ইথিওপিয়া
- আফ্রিকার সবচেয়ে পুরনো সভ্যতা : মিশরীয় সভ্যতা
- আফ্রিকায় কোন হ্রদে নীলনদ উৎপত্তি হয় : ভিক্টোরিয়া হ্রদ
আরোও পড়ুন এবং ডাউনলোড করুন :
ওশেনিয়া মহাদেশের দেশগুলোর নাম, রাজধানী, মুদ্রা আয়তন ও অবস্থান
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম রাজধানী আয়তন ও অবস্থান
আফ্রিকা মহাদেশের দেশ কয়টি
৫৪টি (স্বীকৃত)
আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি
আলজেরিয়া
আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ কয়টি
৫৪টি
আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি
সিসিলিস
এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী
বাবেল মান্দেব প্রণালী
আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি
মাউন্ট কিলিমাঞ্জারো
[…] […]