খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান : খেলাধুলা মানুষের জীবনে বিনোদন ও স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বব্যাপী ফুটবল, ক্রিকেট, টেনিস, বাস্কেটবলসহ নানা খেলাধুলা বিপুল জনপ্রিয়। খেলাধুলার ইতিহাসে প্রাচীন অলিম্পিক গেমস ছিল উল্লেখযোগ্য একটি অধ্যায়, যা খ্রিস্টপূর্ব ৭৭৬ সালে গ্রিসে শুরু হয়। আধুনিক যুগে অলিম্পিক, ফুটবল বিশ্বকাপ, এবং ক্রিকেট বিশ্বকাপ পৃথিবীর কোটি কোটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় না, এটি নেতৃত্ব, সময়ানুবর্তিতা ও দলগত কাজের গুরুত্ব শেখায়। একক খেলা যেমন দাবা, বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বাড়ায়, অন্যদিকে ক্রিকেট বা ফুটবলের মতো দলীয় খেলায় সমন্বয়ের দক্ষতা উন্নত হয়।

এই ব্লগ পোস্টে খেলাধুলা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য, ইতিহাস ও সাধারণ জ্ঞান উপস্থাপন করা হয়েছে। এটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে এবং আপনার জ্ঞান সমৃদ্ধ করবে।

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান

আরোও পড়ুন : আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

চলুন দেখে নেই খেলাধুলা বিষয়ক  সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

ক্রিকেটে টেস্ট খেলা শুরু হয় কত সালে ?

(A) ১৮৭০ 
(B) ১৮৭৭
(C) ১৮৮৫  
(D) ১৮৯০

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

ফিফার প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি ?

(A) ৭টি
(B) ৮টি
(C) ৯টি
(D) ১০টি

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম ?

(A) ফ্রেন্স কাপ
(B) সোয়াথলিং কাপ
(C) স্কটিশ কাপ
(D) টমাস কাপ

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্থান পেয়েছে ?

(A) দক্ষিণ আফ্রিকা
(B)  ভারত
(C) অস্ট্রোলিয়া
(D) ইংল্যান্ড

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?

(A) ঢাকা
(B) নয়াদিল্লী
(C) কলম্বো
(D) কাঠমান্ডু

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

২০২৫ সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কোন দেশ

(A) ভারত
(B) অস্ট্রোলিয়া
(C) দক্ষিন আফ্রিকা
(D) নিউজিল্যান্ড

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

২০২৫ সালে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটি দেশ অংশগ্রহণ করেছে ?

(A) ৮টি
(B) ৯টি
(C) ১০টি
(D) ১১টি

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

২৩তম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে ?

(A) ২০২৫ সালে
(B) ২০২৬ সালে
(C) ২০২৭ সালে
(D) ২০২৮ সালে

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

প্রথম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত ?

(A) ১৯৭২
(B) ১৯৭৫
(C) ১৯৭৯
(D) ১৯৮৫

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

একাদশ বিপিএল-২০২৫ এর চ্যাম্পিয়ন দলের নাম কী ?

(A) ফরচুন বরিশাল
(B) চিটাগং কিংস
(C) খুলনা টাইগার্স
(D) রংপুর রাইডার্স

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন