বাংলা কবিতা : সাধারণ জ্ঞান

” বাংলা কবিতা সাধারণ জ্ঞান ” শীর্ষক ব্লগ পোস্টটি বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা, কবিতা, সম্পর্কে বিভিন্ন তথ্য এবং সাধারণ জ্ঞান প্রদান করে। এতে প্রাচীন, মধ্যযুগ, এবং আধুনিক বাংলা কবিতার বিবর্তন, প্রধান কবি এবং তাদের রচিত বিখ্যাত কবিতাগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশসহ অন্যান্য বিখ্যাত কবিদের অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কবিতা প্রেমী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এটি একটি সমৃদ্ধ তথ্যভাণ্ডার, যা বাংলা কবিতার গৌরবময় ঐতিহ্য এবং এর গুরুত্ব সম্পর্কে ধারণা দেবে।

বাংলা কবিতা

আরোও পড়ুন : বাংলা সাহিত্য সর্ম্পকে  সাধারণ জ্ঞান

চলুন দেখে নেই  বাংলা কবিতা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি  

রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয় ?

(A) ১৯১০ সালে
(B) ১৯১২ সালে
(C) ১৯১৪ সালে
(D) ১৯১৬ সালে

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

লুক ইস্ট হলো -

(A) আর্ট গ্যালারী
(B) ইংরেজি দৈনিক
(C) আত্মজীবনী
(D) সিনেমা

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি কোনটি ?

(A) দুই মুখ
(B) মুখ
(C) সংরাম
(D) মুখ চতুষ্টয়

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার রচনা কোনটি ?

(A) অবরোধবাসিনী
(B) আয়না
(C) লালসালু
(D) ভাষা ও সাহিত্য

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

কিউবিজম ধারার চিত্রশিল্পী কে ?

(A) লিওনার্দো দ্য ভিঞ্চি
(B) জয়নুল আবেদিন
(C) মাইকেলোজোলো
(D) পাবলো পিকাসো

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

অপরিচিতা গল্পে কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায় ?

(A) যৌতুক প্রথা
(B) পুরুষের লাঞ্ছনা
(C) নতুন নারীর আগমন
(D) পরিবারতন্ত্রের জয়

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা ?

(A) জীবনানন্দ দাশ
(B) অমিয় চক্রবর্তী
(C) বুদ্ধদেব বসু
(D) সুকান্ত ভট্টাচার্য

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কবি বর্ণমালাকে কিসের সাথে তুলনা করছে ?

(A) রক্ত
(B) নক্ষত্র
(C) রৌদ্র
(D) ফুল

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ কে ?

(A) নভেরা আহমেদ
(B) আব্দুর রাজ্জাক
(C) শামীম শিকদার
(D) আনোয়ার জাহান

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন ?

(A) পাল
(B) সেন
(C) মৌর্য
(D) গুপ্ত

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন