সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্য

“সাধারণ জ্ঞান বাংলা সাহিত্য” বিষয়ক ব্লগ পোস্টটি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তরের সমৃদ্ধ একটি সংকলন। এতে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রধান কবি-সাহিত্যিক, গুরুত্বপূর্ণ সাহিত্য আন্দোলন, এবং উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। পাঠকরা এখানে প্রাচীন থেকে আধুনিক বাংলা সাহিত্য, ভাষা আন্দোলনের প্রভাব, এবং সাহিত্যের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এই পোস্টটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, সাহিত্যপ্রেমীদের জন্য সাধারণ জ্ঞান বৃদ্ধির পাশাপাশি বাংলা সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়ার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।

বাংলা সাহিত্য

আরোও পড়ুন : বিজ্ঞান ও প্রযুক্তি   সর্ম্পকে সাধারণ জ্ঞান 

চলুন দেখে নেই   বাংলা সাহিত্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

'বেলা অবেলা কালবেলা'র লেখক কে?

(A) সুকান্ত ভট্রাচার্য
(B) সিকান্দার আবু জাফর
(C) কাজী নজরুল ইসলাম
(D) জীবনানন্দ দাশ

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৯-২য় ধাপ

বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি ?

(A) ৮
(B) ৯
(C) ১০
(D) ১১

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৯-২য় ধাপ

"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি" পংক্তির রচয়িতা কে?

(A) শামসুল হক
(B) নজরুল ইসলাম
(C) সুকান্ত ভট্টাচার্য
(D) জীবনানন্দ দাশ

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

জোক গল্পের রচয়িতা কে ?

(A) হাসান আজিজুল হক
(B) আবু ইসহাক
(C) আবুল ফজল
(D) শাহেদ আলী

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

(A) মাসিক মোহাম্মদী
(B) সাপ্তাহিক বিজলী
(C) দৈনিক নবযুগ
(D) ধূমকেতু

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন
১৮তম শিক্ষক নিবন্ধন (কলেজ)

সঞ্চয়িতা কার রচনা?

(A) মাইকেল মধুসূদন দত্ত
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) কাজী নজরুল ইসলাম
(D) জসীমউদ্দীন

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন
১৮তম শিক্ষক নিবন্ধন (কলেজ)

'ভানু সিংহ কার ছদ্মনাম?

(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) কাজী নজরুল ইসলাম
(C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(D) বলাইচাঁদ মুখোপাধ্যায়

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন
১৮তম শিক্ষক নিবন্ধন (কলেজ)

চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?

(A) মাইকেল মধুসূদন দত্ত
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) অমিয় চক্রবর্তী
(D) বিষ্ণু দে

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন
১৮তম শিক্ষক নিবন্ধন (কলেজ)

যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে?

(A) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(B) মুকুন্দরাম
(C) বিহারীলাল চক্রবর্তী
(D) ভারতচন্দ্র রায় 

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন
১৮তম শিক্ষক নিবন্ধন (কলেজ)

General Knowledge Questions-Gk Knowledge

মধ্যযুগের শেষ কবি কে ?

(A) আব্দুল হাকিম
(B) মুকুন্দরাম
(C) শ্যামানন্দ
(D) ভারতচন্দ্র রায় গুনাকর

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন
১৮তম শিক্ষক নিবন্ধন (কলেজ)