সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্য

“সাধারণ জ্ঞান বাংলা সাহিত্য” বিষয়ক ব্লগ পোস্টটি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তরের সমৃদ্ধ একটি সংকলন। এতে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রধান কবি-সাহিত্যিক, গুরুত্বপূর্ণ সাহিত্য আন্দোলন, এবং উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। পাঠকরা এখানে প্রাচীন থেকে আধুনিক বাংলা সাহিত্য, ভাষা আন্দোলনের প্রভাব, এবং সাহিত্যের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এই পোস্টটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, সাহিত্যপ্রেমীদের জন্য সাধারণ জ্ঞান বৃদ্ধির পাশাপাশি বাংলা সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়ার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।

বাংলা সাহিত্য

আরোও পড়ুন : বিজ্ঞান ও প্রযুক্তি   সর্ম্পকে সাধারণ জ্ঞান 

চলুন দেখে নেই   বাংলা সাহিত্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

মধ্যযুগের প্রথম কবি কে ?

(A) বিদ্যাপতি
(B) বডু চন্ডীদাস
(C) দৌলত কাজী 
(D) মালাধর বসু

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল ?

(A) খুলনার পিঠাভোগ
(B) যশোরের কেশবপুর
(C) ছোটনাগপুর মালভূমি
(D) কুষ্টিয়ার শিলাইদহ

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

বাংলা সাহিত্যে পঞ্চপান্ডব কাকে বলে ?

(A) ৫জন নাট্যকারকে
(B) ৫জন কবিকে
(C) ৫ জন সমালোচক
(D) ৫ জন যোদ্ধাকে

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

পদ্মরাগ কার লেখা গ্রন্থ ?

(A) সেলিনা হোসেন
(B) সুফিয়া কামাল
(C) নাসরিন জাহান
(D) বেগম রোকেয়া

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম ?

(A) পাতালপুরী
(B) গোরা
(C) ধ্রুব
(D) গ্রহের ফের

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' কে বলেছেন?

(A) বিদ্যাপতি
(B) চণ্ডীদাস
(C) রবীন্দ্রনাথ
(D) বিবেকানন্দ

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

রামায়ণের রচয়িতা কে?

(A) বেদব্যাস
(B) বাল্মিকী
(C) বশিষ্ঠ
(D) বিশ্বামিত্র

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

মহাভারতের রচয়িতা কে ?

(A) শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস
(B) কালিদাস
(C) বাল্মীকি
(D) কৃত্তিবাস

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

মহাশ্মশান মহাকাব্যের রচয়িতা ?

(A) কায়কোবাদ
(B) বিহারীলাল চক্রবর্তী
(C) মাইকেল মধুসূদন দত্ত 
(D) সুনীতি কুমার চট্টোপাধ্যায়

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

মেঘনাদবধ কাব্যের রচয়িতা কে ?

(A) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(B) প্রবোধচন্দ্র বাগচী
(C) মাইকেল মধুসূদন দত্ত 
(D) সুনীতি কুমার চট্টোপাধ্যায়

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন