সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্য

“সাধারণ জ্ঞান বাংলা সাহিত্য” বিষয়ক ব্লগ পোস্টটি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তরের সমৃদ্ধ একটি সংকলন। এতে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রধান কবি-সাহিত্যিক, গুরুত্বপূর্ণ সাহিত্য আন্দোলন, এবং উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। পাঠকরা এখানে প্রাচীন থেকে আধুনিক বাংলা সাহিত্য, ভাষা আন্দোলনের প্রভাব, এবং সাহিত্যের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এই পোস্টটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, সাহিত্যপ্রেমীদের জন্য সাধারণ জ্ঞান বৃদ্ধির পাশাপাশি বাংলা সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়ার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।

বাংলা সাহিত্য

আরোও পড়ুন : বিজ্ঞান ও প্রযুক্তি   সর্ম্পকে সাধারণ জ্ঞান 

চলুন দেখে নেই   বাংলা সাহিত্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

‘নেজারত’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

(A) আরবি
(B) ফারসি
(C) ইংরেজী
(D) হিন্দি

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে ?

(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) মুকুন্দরাম চক্রবর্তী
(C) অক্ষয় কুমার বড়াল
(D) ঈশ্বর চন্দ্র গুপ্ত

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি?

(A) শেষের কবিতা
(B) নৌকাডুবি
(C) গোরা
(D)চোখের বালি

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

মনের ভাব প্রকাশের প্রধান বাহন -

(A) চিত্র
(B) ইঙ্গিত
(C) চিত্র
(D) ভাষা

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

“জীবন আমার বোন” উপন্যাস লিখেছেন-

(A) শামসুর রহমান
(B) মাহমুদুল হক
(C) নির্মলেন্দু
(D) অমর্ত্য সেন

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

মৈমনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন?

(A) চন্দ্রকুমার দে
(B) মোহিতালাল মজুমদার
(C) আশুতোষ ভট্টাচার্য
(D) অমর্ত্য সেন

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কে?

(A) মেজদিদি
(B) সুরেশ
(C) গফুর
(D) হায়ওয়ান আলী

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছাড়া আর কোন ভাষায় গান লিখেছেন ?

(A) সিনহ্যালি ভাষা
(B) বজ্রবুলি ভাষা
(C) নেপালি ভাষা
(D) সিনহ্যালি ভাষা

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে ?

(A) অতুল প্রসাদ সেন
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) প্রমথ চৌধুরী
(D) প্যারীচাঁদ মিত্র

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

“মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা” -কে লিখেছেন?

(A) অতুল প্রসাদ সেন
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) শামসুর রহমান
(D) কবি সুফিয়া কামাল

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন