সাধারণ জ্ঞান : বিজ্ঞান ও প্রযুক্তি

“সাধারণ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি” ব্লগ পোস্টটি বিজ্ঞানের মৌলিক ধারণা এবং প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে একটি তথ্যবহুল সংকলন। এখানে  মহাকাশ বিজ্ঞান, কম্পিউটার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন ও আবিষ্কারের মাধ্যমে বিশ্বব্যাপী যে পরিবর্তন আসছে, তা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির প্রস্তুতির জন্য বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সাধারণ জ্ঞান অত্যন্ত জরুরি, এবং এই পোস্টটি আপনাকে সেই প্রয়োজনীয় জ্ঞান সরবরাহ করবে।

বিজ্ঞান ও প্রযুক্তি

চলুন দেখে নেই সাধারণ জ্ঞান : বিজ্ঞান ও প্রযুক্তি  প্রশ্ন ও উত্তর গুলি

আরোও পড়ুন : বাংলাদেশ বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান

বাংলাদেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত ?

(A) খুলনা
(B) যশোর
(C) ফরিদপুর
(D) সিলেট

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো কোন সংস্থার অধীনে নিবন্ধিত হয় ?

(A) BASIS
(B) BCS
(C) BTRC
(D) BTCL

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

www জনক কে ?

(A) টিম বার্নাস লি.
(B) বিল গেটস
(C) অ্যালান টুরি
(D) স্টিভ জবস

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

মাউস কে আবিষ্কার করেন ?

(A) ডগলাস এঙ্গেলবার্ট
(B) বিল গেটস
(C) অ্যালান টুরি
(D) ইভান সাদারল্যান্ড

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

ইমেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি ?

(A) Simple Message Transmission Protocol
(B) Strategic Mail Transfer Protocol
(C) Strategic Mail Transmission Protocol
(D) Simple Mail Transfer Protocol

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

Piconet কি ?

(A) Wifi Network
(B) Wide Area Netware
(C) 5G Network
(D) Bluetooth Network

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

IC উদ্ভাবন করেন কে ?

(A) জে এস কেলবি
(B) রবার্ট হুক
(C) আবাকাস
(D) টিম বার্নার্স-লি

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

ইমেইল সিস্টেম চালু করেন কে ?

(A) রেমন্ড স্যামুয়েল টমলিনসন
(B) গুগলিয়েলমো মার্কনি
(C) বিল গেটস
(D) টিম বার্নার্স-লি

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

ChatGPT এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি ?

(A) Google
(B) Bing
(C) Microsoft
(D) OpenAI

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে ?

(A) লেনোভো
(B) এইচপি
(C) ডেল
(D) অ্যাপল

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন