সাধারণ জ্ঞান : বিজ্ঞান ও প্রযুক্তি

“সাধারণ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি” ব্লগ পোস্টটি বিজ্ঞানের মৌলিক ধারণা এবং প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে একটি তথ্যবহুল সংকলন। এখানে  মহাকাশ বিজ্ঞান, কম্পিউটার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন ও আবিষ্কারের মাধ্যমে বিশ্বব্যাপী যে পরিবর্তন আসছে, তা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির প্রস্তুতির জন্য বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সাধারণ জ্ঞান অত্যন্ত জরুরি, এবং এই পোস্টটি আপনাকে সেই প্রয়োজনীয় জ্ঞান সরবরাহ করবে।

বিজ্ঞান ও প্রযুক্তি

চলুন দেখে নেই সাধারণ জ্ঞান : বিজ্ঞান ও প্রযুক্তি  প্রশ্ন ও উত্তর গুলি

আরোও পড়ুন : বাংলাদেশ বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান

বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কী ?

(A) CryoSat-2
(B) Sputnik 1
(C) LignoSat
(D) SkySat

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

Gen Z এর জন্ম সময়কাল কত ?

(A) ১৯৯২-২০০৫
(B) ১৯৯৭-২০১২
(C) ২০০০-২০২০
(D) ২০২৪-২০৪১

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

ইয়াহু মেইল সেবা চালু হয় ?

(A) ১৯৯৫ সালে 
(B) ১৯৯৬ সালে
(C) ১৯৯৭ সালে
(D) ১৯৯৮ সালে

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে ?

(A) যুক্তরাষ্ট্র
(B) ভারত
(C) জাপান
(D) রাশিয়া

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা ?

(A) এল সালভাদর
(B) নরওয়ে
(C)  নিউ পাপুয়া গিনি
(D) ভিয়েতনাম

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

ইমেইল এর পূর্ণরূপ কি ?

(A) Electrical mail
(B) Emergency mail
(C) Efficient mail
(D) Electronic mail

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(A) প্যারিস
(B) ব্রাসেলস
(C) লন্ডন
(D) বন

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

২৮ নভেম্বর ২০২৩ কোন দেশ ইন্টারপোলের ১৯৬তম সদস্যপদ লাভ করে?

(A) মাইক্রোনেশিয়া
(B) ভানুয়াতু
(C) পালাউ
(D) সলোমন দ্বীপপুঞ্জ

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

East African Community (EAC)-এর বর্তমান সদস্য কত?

(A) ৮টি
(B) ১০ টি
(C) ১২ টি
(D) ১৪ টি

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

কোন উপন্যাসের জন্য ২০২৩ সালের বুকার পুরস্কার প্রদান করা হয়?

(A) The Black Snow
(B) Red Sky in Morning
(C) Prophet Song
(D) Beyond the Sea

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন