পরীক্ষার প্রস্তুতি: গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

সাধারণ জ্ঞান হল প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, যা বিভিন্ন বিষয়ে আমাদের সচেতনতা ও জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো করার জন্য নয়, বরং সাধারণ মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য অপরিহার্য। ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং সংস্কৃতি—বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জ্ঞান আমাদেরকে আরও দক্ষ ও জ্ঞানী করে তোলে।

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

এই ব্লগ পোস্টে, আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ জ্ঞান উপস্থাপন করেছি, যা শিক্ষার্থী, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থী এবং সাধারণ জ্ঞান পিপাসুদের জন্য অত্যন্ত সহায়ক হবে। সাধারণ জ্ঞান চর্চা কেবল মেধা বিকাশে সহায়ক নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাধারণ জ্ঞান

চলুন দেখে নেই সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর গুলি

(১) ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে?

উত্তর : ৫ আগস্ট ২০২৪

(২) ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর : ড. মুহাম্মদ ইউনূস

(৩) বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতির নাম কি ?

উত্তর : বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

(৪) দক্ষিণ এশিয়ায় ড. ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী?

উত্তর : দ্বিতীয়

(৫) ”সামাজিক ব্যবসা” ধারণাটির প্রবক্তা কে?

উত্তর : ড. মুহাম্মদ ইউনূস

(৬) ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে ?

উত্তর : ড. মুহাম্মদ ইউনূস

(৭) গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে ?

উত্তর : ১৯৮৩ সালে 

(৯) গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : ড. মুহাম্মদ ইউনূস

(১০)বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায় অবস্থিত?

উত্তর : আগারগাঁও

(১১) বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত ?

উত্তর : রাজশাহী

(১২) কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?

উত্তর : সিয়েরা লিয়ন

(১৩) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

উত্তর : কামরুল হাসান

(১৪) বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?

উত্তর :  ১০:৬ বা ৫:৩

(১৫) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর : লুই আই কান

(১৬) রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে

উত্তর : সুশীল সমাজ

(১৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?

উত্তর : ৪টি

(১৮) বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ?

উত্তর : ৪ টি

(১৯) বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি?

উত্তর : শাপলা

(২০) বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন?

উত্তর : অ্যাটর্নি জেনারেল

(২১) আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?

উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

(২২) বাংলাদেশের সর্বোচ্চ আইন কি ?

উত্তর : বাংলাদেশের সংবিধান

(২৩) বাংলাদেশ প্রথম আদমশুমারি হয় কত সালে?

উত্তর : ১৯৭৪ সালে

(২৪) বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে ছিলেন?

উত্তর : ড. মুহাম্মদ শহীদুল্লাহ

(২৫) বাংলাদেশ কত সালে (OIC) এর সদস্য লাভ করে?

উত্তর : ১৯৭৪ সালে 

(২৬) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?

উত্তর : ভারত

(২৭) বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ ?

উত্তর : ইরাক

(২৮) বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে কত সালে?

উত্তর : ১৯৭২ সালে

(২৯) সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?

উত্তর : নারিকেল জিনজিরা

(৩০) কোন সংস্থা সুন্দরবনকেকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষনা দিয়েছে?

উত্তর : ইউনেস্কো

(৩১) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ?

উত্তর : ১৯৫৫ সালে 

(৩২) বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন?

উত্তর : ড. মাকসুদুল আলম

(৩৩) বাংলাদেশের আর্থিক বছর কোনটি?

উত্তর : জুলাই- জুন 

(৩৪) বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়?

উত্তর : ৩০ নভেম্বর

(৩৫) বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?

উত্তর : পাবনা

(৩৬) Making of a Nation Bangladesh গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : নুরুল ইসলাম

(৩৭) বাংলাদেশ ‘ডেল্টা প্ল্যান’’ এর সময়সীমা কত সাল নাগাদ?

উত্তর : ২১০০

(৩৮) বঙ্গভঙ্গ কত সালে রদ হয়?

উত্তর : ১৯১১ সালে 

(৩৯) ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯২১ সালে 

(৪০) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নকশাকার কে?

উত্তর : রোহানি বাহারিন

(৪১) সংসদে Casting Vote কি ?

উত্তর : স্পিকারের ভোট

(৪২) বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?

উত্তর : পুণ্ড্র

(৪৩) বিশ্বের কোন দেশে প্রথম AI হাসপাতাল চালু হয় ?

উত্তর : চীন

(৪৪) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি

উত্তর : নীলনদ

(৪৫) PPP- এর পূর্ণরূপ কী ?

উত্তর : Public-Private Partnership

(৪৬) ফাইভ এস কোন খেলার সাথে জড়িত ?

উত্তর : হকি

(৪৭) সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি?

উত্তর : ফ্যাদোমিটার

(৪৮) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

উত্তর : বৃহস্পতি

(৪৯)জাতীয় বস্ত্র দিবস কত তারিখ?

উত্তর :৪ ডিসেম্বর 

(৫০) রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর : ১৮৬৩ সালে 

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

(৫১) বিশ্বের সর্বাধিক ভাষার দেশ ?

উত্তর : পাপুয়া নিউগিনি

(৫২) পৃথিবীর প্রাচীনতম ভাষা  ?

উত্তর : হিব্রু

(৫৩) লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?

উত্তর : ভারত ও পাকিস্তান

(৫৪) NATO এর সদর দপ্তর কোথায়?

উত্তর : বেলজিয়াম

(৫৫) গুয়ানতানামো বে’ কোথায় অবস্থিত?

উত্তর :  কিউবা

(৫৬) বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?

উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(৫৭) ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ কে বলেছেন?

উত্তর : চণ্ডীদাস

(৫৮) দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা সংযুক্ত?

উত্তর : পানামা খাল

(৫৯) পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত?

উত্তর : এশিয়া মহাদেশে 

(৬০) আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয় ?

উত্তর : ১৯১৯ সালে 

(৬১) প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট  ছিলেন ?

উত্তর : উড্রো উইলসন

(৬২) বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়?

উত্তর : রংপুর

(৬৩) চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম –

উত্তর : ফা-হিয়েন

(৬৪) স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ?

উত্তর : চীন

(৬৫) কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয় ?

উত্তর :তিউনিশিয়া

(৬৬) OIC- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর : জেদ্দা

(৬৭) তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?

উত্তর : কায়রো, মিশর

(৬৮) বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম ?

উত্তর : বান্দরবান জেলায়

(৬৯) হাজার হ্রদের দেশ’ নামে পরিচিত কোন দেশ? 

উত্তর : ফিনল্যান্ডে

(৭০) বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি

উত্তর : বরেন্দ্র জাদুঘরবরেন্দ্র জাদুঘর

(৭১) ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে ?

উত্তর : ১৭৮৯  সালে 

(৭২) বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত

উত্তর : সৈয়দপুর 

(৭৩) বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার নাম কী?

উত্তর : স্পারসো

(৭৪) কোন পরিষদের সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত ?

উত্তর : নিরাপত্তা পরিষদ

(৭৫) শালবন বিহার কোথায় অবস্থিত

উত্তর : কুমিল্লার ময়ানমতি 

(৭৬) গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?

উত্তর : যুক্তরাজ্য 

(৭৭) জাপানের পার্ল হারবার আক্রমণ করে

উত্তর : ৭ ডিসেম্বর, ১৯৪১

(৭৮) স্ট্যাচু অব পিস কোন শহরে অবস্থিত?

উত্তর : নাগাসাকি, জাপান

(৭৯) বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

উত্তর : চার্লস উইলকিন্স

(৮০) ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় ?

উত্তর : জেদ্দা

(৮১) এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

উত্তর : ম্যানিলা

(৮২) সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

উত্তর : নয়াদিল্লি

(৮৩) বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?

উত্তর : হালদা নদী

(৮৪) ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত

উত্তর :লিও, ফ্রান্স 

(৮৫) আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি?

উত্তর : রাশিয়া

(৮৬) ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত ?

উত্তর : ৩২টি

(৮৭) দাস প্রথা বিলুপ্ত করেন কে ?

উত্তর : আব্রাহাম লিংকন

(৮৮) বিশ্বকাপ ফুটবল  ২০৩৪ অনুষ্ঠিত হবে ?

উত্তর : সৌদি আরব

(৮৯) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ?

উত্তর : ট্রিগভেলি

(৯০) ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব ?

উত্তর : যুক্তরাজ্য

(৯১) ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে “ফকল্যান্ড” নিয়ে যুদ্ধ হয় কত সালে?

উত্তর : ১৯৮২

(৯২) চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি ?

উত্তর : বরিশাল 

(৯৩) ‘গোল্ডেন ট্রায়াঙ্গাল’ কোন অঞ্চল নিয়ে গঠিত?

উত্তর : মায়ানমার, থাইল্যান্ড ও লাওস 

(৯৪) বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়

উত্তর : ১০ ডিসেম্বর 

(৯৫) মিশরে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কত সালে ?

উত্তর : ১৯৫৬ সালে

(৯৬) রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা ?

উত্তর : যুক্তরাজ্য

(৯৭) কত সালে আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ?

উত্তর : ১৯৬৭ সালে

(৯৮) হরপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?

উত্তর : সিন্ধু

(৯৯) জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন এর নাম ?

উত্তর : UNCAC

(১০০) গ্রীন মানি বলা হয় কোন মুদ্রাকে

উত্তর : ডলার 

(১০১) ‘দ্যা পলিটিক্স’ গ্রন্থের লেখক কে?

উত্তর :এরিস্টটল 

(১০২) কম্পিউটারের ব্রেইন হলো ?

উত্তর : মাইক্রোপ্রসেসর

(১০৩) পানামা খাল কোন মহাদেশে অবস্থিত?

উত্তর : উত্তর আমেরিকা 

(১০৪) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

উত্তর : ৩ ডিসেম্বর 

(১০৫) প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে ?

উত্তর : ১৯১৪ সালে

(১০৬) বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন?

উত্তর : ১৩৪৬ সালে

(১০৭) কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ?

উত্তর : ইউক্রেন

(১০৮) গ্রিনপিস (Green Peace)কোন দেশের পরিবেশবাদী সংস্থা?

(১০৯) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র 

(১১০) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

উত্তর : শ্রীমাভো বন্দরনায়েকে 

(১১১) কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?

উত্তর : মেক্সিকো

(১১২) প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে ?

উত্তর : ১৯৭৫ সালে 

(১১৩) জাতিসংঘ দিবস পালিত হয় কবে ?

উত্তর :  ২৪ অক্টোবর

(১১৪) বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?

উত্তর :  দিনাজপুর

(১১৫) নিরাপদ মাতৃত্ব দিবস ?

উত্তর : ২৮ মে

(১১৬) বাংলাদেশের ৫০ তম নদী বন্দর কোনটি

উত্তর : ভোলাগঞ্জ, সিলেটে 

(১১৭) জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

উত্তর : আনালিনা বেয়ারবক.

আরোও পড়ুন : কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান

    বিশ্বের বৃহত্তম বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - General Knowledge Bangla
    October 1, 2024

    […] আরোও পড়ুন : গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং… […]

    0
    0
    বাংলাদেশ কত সালে (OIC) এর সদস্য লাভ করে?
    October 5, 2024

    […] […]

    0
    0
    আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে
    October 5, 2024

    […] […]

    0
    0
    বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি
    October 7, 2024

    […] […]

    0
    0
    বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি
    October 7, 2024

    […] […]

    0
    0
    ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ কোনটি
    October 7, 2024

    […] […]

    0
    0
    ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানির শিফট ৪ (shift 4) - এর প্রতিষ্ঠাতা কে ?
    October 7, 2024

    […] […]

    0
    0
    সার্ক ফুড ব্যাংক সচিবালয় কোথায় অবস্থিত?
    October 7, 2024

    […] […]

    0
    0
    ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
    October 7, 2024

    […] […]

    0
    0
    আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত
    October 7, 2024

    […] […]

    0
    0

Leave A Comment

Related Posts

ঢাকার প্রাচীন নাম কি ?

ঢাকার প্রাচীন নাম কি ? (A) জাহাঙ্গীরনগর(B) সোনারগাঁও(C) ইসলামপুর(D) ঢাকা Correct Answer : A সঠিক উত্তরটি দেখুন সাধারণ জ্ঞান ঢাকা

Read More