আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

কোন দার্শনিক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন ?

(A) ভলটেয়ার
(B) নীটশে
(C) জাঁ পল সার্ত্রে
(D) উইনস্টন চার্চিল

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় ?

(A) বাংলাদেশ
(B) ভারত
(C) নেপাল
(D) শ্রীলংকা

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয় ?

(A) ১৯১৪ সালে
(B) ১৯১৭ সালে 
(C) ১৯১৮ সালে
(D) ১৯১৯ সালে

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো ?

(A) লাস্ট সাপার
(B) মোনালিসা
(C) গুয়োর্নিকা
(D) রাতের পাহারা

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

কোন শহরটিকে বাতাসের শহর বলা হয় ?

(A) শিকাগো
(B)  লন্ডন
(C) প্যারিস
(D) টোকিও

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

মাউস কে আবিষ্কার করেন ?

(A) ডগলাস এঙ্গেলবার্ট
(B) বিল গেটস
(C) অ্যালান টুরি
(D) ইভান সাদারল্যান্ড

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

আন্তর্জাতিক অভিবাসী দিবস -

(A)  ১২জানুয়ারি
(B)  ৮ মার্চ
(C) ১৫ অক্টোবর
(D) ১৮ ডিসেম্বর

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয় ?

(A) ওডিসি
(B) হায়ারোগ্লিফিক
(C) প্যাপিরাস
(D) ক্যালিওগ্রাফিস

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ?

(A) ১৯৯২ সালে
(B) ১৯৯৩ সালে
(C) ১৯৯৪ সালে
(D) ১৯৯৫ সালে

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কোনটি ?

(A)  আল উদিদ বিমান ঘাঁটি
(B)  কিং ফয়সাল  বিমান ঘাঁটি
(C)  ইনজির্লিক বিমান ঘাঁটি
(D)  মুভাফাক বিমান ঘাঁটি

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন