আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

মাউস কে আবিষ্কার করেন ?

(A) ডগলাস এঙ্গেলবার্ট
(B) বিল গেটস
(C) অ্যালান টুরি
(D) ইভান সাদারল্যান্ড

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

আন্তর্জাতিক অভিবাসী দিবস -

(A)  ১২জানুয়ারি
(B)  ৮ মার্চ
(C) ১৫ অক্টোবর
(D) ১৮ ডিসেম্বর

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয় ?

(A) ওডিসি
(B) হায়ারোগ্লিফিক
(C) প্যাপিরাস
(D) ক্যালিওগ্রাফিস

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ?

(A) ১৯৯২ সালে
(B) ১৯৯৩ সালে
(C) ১৯৯৪ সালে
(D) ১৯৯৫ সালে

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কোনটি ?

(A)  আল উদিদ বিমান ঘাঁটি
(B)  কিং ফয়সাল  বিমান ঘাঁটি
(C)  ইনজির্লিক বিমান ঘাঁটি
(D)  মুভাফাক বিমান ঘাঁটি

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

গোল্ড কোস্ট কোন দেশের পুরানো নাম -

(A) অষ্ট্রোলিয়া
(B) ঘানা
(C) বেনিন
(D) মিশর

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুদকৃত অঞ্চল -

(A) অরিনোকো বেল্ট
(B) অসবার্গ
(C) রুমাইলা তেলক্ষেত্র
(D) প্রিবস্কোই ফিল্ড

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

কোন দেশটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণমুদ্রা চালু করেছে ?

(A) তুরস্ক
(B) নাইজেরিয়া
(C) জিম্বাবুয়ে
(D) উগান্ডা

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

গ্রীনল্যান্ড কোন দুইটি দেশের মাঝখানে অবস্থিত ?

(A) কানাডা ও রাশিয়া
(B) যুক্তরাষ্ট্র ও রাশিয়া
(C) যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক
(D) কানাডা ও আইসল্যান্ড

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

আন্তর্জাতিক সালিশী আদালত কোথায় অবস্থিত ?

(A) জেনেভা
(B) হেগে
(C) প্যারিস
(D) লন্ডন

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন