আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

২০২৪ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি ?

(A) ব্রেন রট
(B) ক্রিপ্টো
(C) মেটাভার্স
(D) এআই

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

D-8 এর ৯ম তম সদস্য দেশ হলো ?

(A) ইন্দোনেশিয়া
(B) মালয়েশিয়া
(C) নাইজেরিয়া
(D) আজারবাইজান

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

ইজমির শহরটি কোন দেশে অবস্থিত ?

(A) ফ্রান্স
(B) তুরস্ক
(C) ইংল্যান্ড
(D) রাশিয়া

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

ধর্মসংস্কার আন্দোলনের সূত্রপাত হয় ?

(A) ফ্রান্স
(B) জার্মানি
(C) ইংল্যান্ড
(D) সুইজারল্যান্ড

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে ?

(A) বেলজিয়াম
(B) সুইডেন
(C) ইংল্যান্ড
(D) সুইজারল্যান্ড

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন ?

(A) কুর্ট ওয়াল্ডহেইম
(B) বান কি মুন
(C) গোডউইন জেব
(D) ট্রিগভেলি

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

রাশিয়ার বিমান সংস্থার নাম কী ?

(A) গারুদা
(B) এরোফ্লট
(C) পিয়া
(D) লুফথানসা

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের ?

(A) ডেনমার্ক
(B) ইংল্যান্ড
(C) সুইডেন
(D) নেদারল্যান্ড

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

সিআর-৪৫০ ট্রেনের উদ্ভাবক কোন দেশ ?

(A) চীন
(B) জাপান
(C) ফ্রান্স
(D) রাশিয়া

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কী ?

(A) Dorna
(B) Kowsar
(C) Zagros
(D) Shahed

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন