আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

জাতিসংঘ নামকরণ করেন ?

(A) রুজভেল্ট
(B) দ্যা গল
(C) স্টালিন
(D) চার্চিল

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

জাপানের সবচেয়ে বড় দ্বীপের নাম কী ?

(A) হনসু
(B) হোক্কাইডো
(C) কিওসু
(D) নিক্ক

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

তাইওয়ানের পূর্ব নাম কি ছিল ?

(A) রোডেশিয়া
(B) তাইপে
(C) ফরমোজা
(D) শ্যাম

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

নাইট ওয়াচ নামক শিল্পকর্মের শিল্পী কে ?

(A)এল গ্রেকো
(B) আলব্রেখট ড্যুরার
(C) ভিনসেন্ট ভ্যান গগ
(D) রেমব্রান্ট

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

শিন বেট কোন দেশের গোয়েন্দা সংস্থা ?

(A)ফিলিস্তিন 
(B) ইসরায়েল
(C) ইরাক
(D) যুক্তরাষ্ট্র

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

জেনেভা কনভেনশন হলো কতগুলো -

(A) মানবাধিকার চুক্তি
(B) সামরিক চুক্তি
(C) অর্থনৈতিক চুক্তি
(D) যুদ্ধ চুক্তি

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন ?

(A) বেগম খালেদা জিয়া
(B) শিরিণ এবাদি
(C) বেনজির ভুট্টো
(D) মেঘবতী সুকর্ণপুত্রী

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

ভুটানে কোন বাহিনী নেই ?

(A) বিমানবাহিনী
(B) নৌবাহিনী
(C) সেনাবাহিনী
(D) কোনোটিই নয়

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

সার্কভুক্ত কোন দেশের নিজস্ব কোন সেনাবাহিনী নেই ?

(A) মালদ্বীপ
(B) ফিনল্যান্ড
(C) মিসর
(D) ভুটান

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

পোলার সিল্ক রোডের প্রবক্তা কে ?

(A) ভারত
(B) ফ্রান্স
(C) জাপান
(D) চীন

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন