আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

জাতিসংঘের কার্যকরী ভাষা কয়টি ?

(A) ২টি
(B) ৩টি
(C) ৪টি
(D) ৬টি

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হচ্ছেন কে ?

(A) সুসি ওয়াইলস
(B) কমলা হ্যারিস
(C) মোলনিয়া ট্রাম্প
(D) জ্যানেট ইয়ালেন

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

যুক্তরাষ্ট্রের ৫০ তম ভাইস প্রেসিডেন্ট কে ?

(A) টিম ওয়ালজ
(B) আল গোর
(C) কমলা হ্যারিস
(D) জেমস ডেভিড ভ্যান্স

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

মালদ্বীপ কোন সাগরে অবস্থিত ?

(A) ভারত মহাসাগর
(B) প্রশান্ত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর
(D) আর্কটিক মহাসাগর

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় ?

(A) ৮ এপ্রিল
(B) ৮ মার্চ
(C) ১১ জুলাই
(D) ১৬ অক্টোবর

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

বিশ্ব শিক্ষক দিবস কত তারিখে পালিত হয় ?

(A) ৪ অক্টোবর
(B) ৫ অক্টোবর
(C) ৬ অক্টোবর
(D) ৭ অক্টোবর

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

হিমালয়ের কন্যা বলা হয় কোন দেশকে ?

(A) ভুটান
(B) নেপাল
(C) ভারত
(D) চীন

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

বার্লিনের দেয়াল কোন সালে নির্মিত হয়েছিল ?

(A) ১৯৪৭ সালে
(B) ১৯৪৯ সালে
(C) ১৯৬১ সালে
(D) ১৯৬৩ সালে

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

পার্ল অব অ্যান্টিলিজ নামে পরিচিত ?

(A) কানাডা
(B) কিউবা
(C) বলিভিয়া
(D) লাটভিয়া

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

শাখালিন দ্বীপ কোথায় অবস্থিত ?

(A)  প্রশান্ত মহাসাগর
(B)  পারস্য উপসাগর
(C)  আরব সাগর
(D)  ভারত মহাসাগর

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন