আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

মোনালিসা কে এঁকেছেন?

(A) লিওনার্দো দ্য ভিঞ্চি
(B) পিকাসো
(C) মাইকেল
(D) র‌্যামব্রেট

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

(A) রুজভেল্ট
(B) জর্জ ওয়াশিংটন
(C)  আব্রাহাম লিংকন
(D)  উইলসন

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটি?

(A) জাপান
(B) ফ্রান্স
(C)  চীন
(D)  ভারত

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

জিরো গ্রাউন্ড কোথায় অবস্থিত?

(A) লন্ডন
(B) নিউইয়র্ক
(C) জোহানেসবার্গ
(D) মুম্বাই

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

পৃথিবীর কোন শহরকে স্বর্ণনগরী বলা হয়?

(A) কায়রো
(B) ইস্তাম্বুল
(C) জোহানেসবার্গ
(D) টোকিও

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

সাত পাহাড়ের দেশ বলা হয় কোনটি?

(A) রোম 
(B) দার্জিলিং
(C) মিসিসিপি
(D) টোকিও

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের প্রথম মহিলা স্পিকারের নাম কি?

(A) ড. শিরীন শারমিন 
(B) ফাহমিদা মির্জা
(C) হিলারি ক্লিনটন 
(D) মালিহা লোদী

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?

(A) রুশো
(B) ভলতেয়ার
(C) নেপোলিয়ন
(D) জন লক

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

হাম্বানটোটা বন্দর কোথায় অবস্থিত?

(A) রাশিয়া
(B) সিঙ্গাপুর
(C)  জাপান 
(D) শ্রীলংকা

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

(A)  যুক্তরাষ্ট্র
(B) সিঙ্গাপুর
(C) চীন
(D) ভিয়েতনাম

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন