আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।
আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি
সাত পাহাড়ের দেশ বলা হয় কোনটি?
(A) রোম
(B) দার্জিলিং
(C) মিসিসিপি
(D) টোকিও
বিশ্বের প্রথম মহিলা স্পিকারের নাম কি?
(A) ড. শিরীন শারমিন
(B) ফাহমিদা মির্জা
(C) হিলারি ক্লিনটন
(D) মালিহা লোদী
ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?
(A) রুশো
(B) ভলতেয়ার
(C) নেপোলিয়ন
(D) জন লক
হাম্বানটোটা বন্দর কোথায় অবস্থিত?
(A) রাশিয়া
(B) সিঙ্গাপুর
(C) জাপান
(D) শ্রীলংকা
পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
(A) যুক্তরাষ্ট্র
(B) সিঙ্গাপুর
(C) চীন
(D) ভিয়েতনাম
বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায়?
(A) নিউইয়র্ক , যুক্তরাষ্ট্র
(B) সেপরা,পর্তুগাল
(C) বেইজিং ,চীন
(D) দিল্লী, ভারত
গ্রীন মানি বলা হয় কোন মুদ্রাকে?
(A) ডলার
(B) পাউন্ড
(C) ইউরো
(D) ইয়েন
আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয় ?
(A) ১৯১৯ সালে
(B) ১৯২০ সালে
(C) ১৯২১ সালে
(D) ১৯২২ সালে
PPP- এর পূর্ণরূপ কী ?
(A) Private-Public Partnership
(B) Public-Private Program
(C) Public-Private Partnership
(D) Personal-Private Partnership
গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?
(A) চীন
(B) ফ্রান্স
(C) যুক্তরাষ্ট্র
(D) যুক্তরাজ্য