আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।
আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি
GMT কি?
(A) একটি শহর
(B) পৃথিবীর মধ্যভাগের সময়
(C) পৃথিবীর মানমন্দির
(D) সময় আবিষ্কারের স্থান
ভেটো (Veto) শব্দের অর্থ ?
(A) আমি এটা জানি না
(B) আমি সমর্থন করি
(C) আমি কোনো মতামত দিব না
(D) আমি এটা মানি না
কোন দুটি দেশের মধ্যে শতবর্ষ যুদ্ধ ঘটেছিল ?
(A) ফ্রান্স ও জার্মানী
(B) ইংল্যান্ড ও ইতালি
(C) ফ্রান্স ও ইংল্যান্ড
(D) ইংল্যান্ড ও জার্মানি
পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি ?
(A) ইন্দোনেশিয়া
(B) তুর্কমেনিস্তান
(C) সুদান
(D) সৌদি আরব
বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি?
(A) ট্রান্স সাইবেরিয়ান রেলপথ
(B) ট্রান্স অস্ট্রেলিয়ান রেলপথ
(C) ট্রান্স কাস্পিয়ান রেলপথ
(D) নর্দার্ন প্যাসিফিক রেলপথ
নিকারাগুয়ার রাজধানী নাম কি?
(A) মানামা
(B) মানাগুয়া
(C) সান সালভাদর
(D) কারাকাস
যুক্তরাজ্যের আইনসভার নিম্ন কক্ষের নাম কি ?
(A) হাউজ অব লর্ডস
(B) সিনেট
(C) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
(D) হাউজ অব কমন্স
যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি ?
(A) হাউস অব কমনস
(B) সিনেট
(C) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
(D) হাউজ অব লর্ডস
MDG-এর অন্যতম লক্ষ্য কি ?
(A) দেশ থেকে পোলিও নির্মূল
(B) HIV / AIDS নির্মূল করা
(C) যক্ষ্মা নির্মূল করা
(D) ক্ষুধা ও দারিদ্র্য দূর করা
ডি ৮ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
(A) ইস্তানবুল
(B) ঢাকা
(C) ব্যাংকক
(D) জাকার্তা