আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।
আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম কি ?
(A) শ্রী বিজয় পুরম
(B) পোর্ট ব্লেয়ার
(C) পুদুচেরি
(D) দাদরা
পালাউ দেশটি কোন মহাদেশে অবস্থিত ?
(A) ইউরোপ
(B) আফ্রিকা
(C) ওশেনিয়া
(D) এশিয়া
লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে?
(A) এশিয়া ও ইউরোপ
(B) আফ্রিকা ও এশিয়া
(C) ইউরোপ ও আফ্রিকা
(D) এশিয়া ও অস্ট্রেলিয়া
বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় ?
(A) ১১ মে
(B) ১১ জুন
(C) ১১ জুলাই
(D) ১১ আগষ্ট
আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় ?
(A) ৪ মার্চ
(B) ৬ মার্চ
(C) ৮ মার্চ
(D) ১০ মার্চ
গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ ?
(A) ফিনল্যান্ড
(B) পোল্যান্ড
(C) নিউজিল্যান্ড
(D) নেদারল্যান্ড
মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন ?
(A) মেসিডোনিয়া
(B) আলবেনিয়া
(C) আলজেরিয়া
(D) ইতালি
আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন?
(A) মানসিংহ
(B) জয়পাল
(C) দাউদ
(D) দাহির
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
(A) বেরিং
(B) পক
(C) জিব্রাল্টার
(D) ফ্লোরিডা
তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন?
(A) মুহাম্মাদ ঘুরি
(B) লক্ষ্মণ সেন
(C) পৃথ্বীরাজ
(D) জয়চন্দ্র