আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর বর্তমান সদস্য কত ?

(A) ১৭২টি
(B) ১৭৪টি
(C) ১৭৮টি
(D) ১৮০টি

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের প্রথম রোবোটিক হার্ট প্রতিস্থাপিত হয় কোন দেশে?

(A) সৌদি আরব
(B) রাশিয়া
(C) ভারত
(D) জাপান

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

১৬ নভেম্বর ২০২৩ কোন দেশ IHO'র ৯৯তম সদস্যপদ লাভ করে?

(A) ইরাক
(B) আলবেনিয়া
(C) কেপভার্দে
(D) অ্যাঙ্গোলা

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

১৫ ডিসেম্বর ২০২৩ কোন দেশ EAC'র ৮ম সদস্যপদ লাভ করে?

(A) কেনিয়া
(B) সোমালিয়া
(C) উগান্ডা
(D) তানজানিয়া

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

২০২৩ সালে 'বুকার' পুরস্কার লাভ করেন কে ?

(A) শিহান করুনাতিলকা
(B) বার্নারডাইন এভারিস্টো
(C) পল লিঞ্চ
(D) ড্যামন গ্যালগাট

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম কি ?

(A) শ্রী বিজয় পুরম
(B) পোর্ট ব্লেয়ার
(C) পুদুচেরি
(D) দাদরা

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

পালাউ দেশটি কোন মহাদেশে অবস্থিত ?

(A) ইউরোপ
(B) আফ্রিকা
(C) ওশেনিয়া
(D) এশিয়া

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে?

(A) এশিয়া ও ইউরোপ
(B) আফ্রিকা ও এশিয়া
(C) ইউরোপ ও আফ্রিকা
(D) এশিয়া ও অস্ট্রেলিয়া

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় ?

(A) ১১ মে
(B) ১১ জুন
(C) ১১ জুলাই
(D) ১১ আগষ্ট

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় ?

(A) ৪ মার্চ
(B) ৬ মার্চ
(C) ৮ মার্চ
(D) ১০ মার্চ

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন