আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।
আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি
পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত ?
(A) এশিয়া
(B) উত্তর আমেরিকা
(C) অস্ট্রেলিয়া
(D) আফ্রিকা
দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা সংযুক্ত ?
(A) পানামা খাল
(B) আটলান্টিক মহাসাগর
(C) পানামা খাল
(D) সুয়েজ খাল
পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি?
(A) স্প্যানিস
(B) হিব্রু
(C) ফরাসি
(D) ল্যাটিন
বিশ্বের সর্বাধিক ভাষার দেশ ?
(A) ওমান
(B) সুইজারল্যান্ড
(C) পাপুয়া নিউগিনি
(D) উগান্ডা
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়?
(A) ৫ ফেব্রুয়ারী
(B) ১০ মার্চ
(C) ১০ জুলাই
(D) ৩ ডিসেম্বর
জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন এর নাম ?
(A) UNCTAD
(B) UNCLOS
(C) UNCAC
(D) CEDAW
জাতিসংঘ দিবস পালিত হয় কবে ?
(A) ২৪ সেপ্টেম্বর
(B) ২৪ অক্টোম্বর
(C) ২ নভেম্বর
(D) ৫ ডিসেম্বর
নিরাপদ মাতৃত্ব দিবস কবে ?
(A) ২৩ মে
(B) ২৪ মে
(C) ২৭ মে
(D) ২৮ মে
কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
(A) প্যারিস
(B) টোকিও
(C) বেইজিং
(D) মেক্সিকো
ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে “ফকল্যান্ড” নিয়ে যুদ্ধ হয় কত সালে ?
(A) ১৯৮২
(B) ১৯৮৩
(C) ১৯৮৪
(D) ১৯৮৫