আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

জাপানের পার্লামেন্টের নাম ?

(A) সিনেট
(B) ডায়েট
(C) নেসেট
(D) কংগ্রেস

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে ?

(A) রাশিয়া
(B) যুক্তরাষ্ট্র
(C) যুক্তরাজ্য
(D) ইতালি

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি ?

(A) এশিয়া
(B) ইউরোপ
(C) আফ্রিকা
(D) আমেরিকা

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল কোনটি ?

(A) সাভানা
(B) সুন্দরবন
(C) কিনাবালু
(D) তৈগা

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি ?

(A) কানাডা
(B) সিঙ্গাপুর
(C) মোনাকো
(D) বাংলাদেশ

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি ?

(A) অ্যাঞ্জেল
(B) ভিক্টোরিয়া 
(C) নায়াগ্রা 
(D) টুভেল্যু

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

শীতল মরুভূমি কোথায় অবস্থিত ?

(A) আরব মরুভূমি
(B) লাদাখ
(C) সাহারা
(D) লাব আলখালি

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

ECO এর সদর দপ্তর কোথায়?

(A) তেহরান
(B) ব্রাসেলস
(C) হেগ
(D) প্যারিস

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর সদর দপ্তর অবস্থিত ?

(A) স্টকহোম
(B) বৈরুত
(C) হেগ
(D) নাইরোবি

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(A) দিল্লি
(B) কলম্বো
(C) ঢাকা
(D) টোকিও

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন