আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।
আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি
ডি - ৮ এর সদর দফতর কোথায় ?
(A) ইস্তাম্বুল
(B) বাগদাদ
(C) দামেস্ক
(D) তেহরান
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত
(A) মস্কো
(B) সাংহাই
(C) ওয়াশিংটন
(D) দিল্লি
প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে ?
(A) ১৯১৪ সালে
(B) ১৯১৫ সালে
(C) ১৯১৯ সালে
(D) ১৯৩০ সালে
জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
(A) বেয়ার্বেল বাস
(B) উরসুলা ভন ডার লেন
(C) আলেসান্দ্রা গ্যালোনি
(D) আনালিনা বেয়ারবক
প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে ?
(A) ১৯৭৫ সালে
(B) ১৯৭৬ সালে
(C) ১৯৭৭ সালে
(D) ১৯৭৮ সালে
মিশরে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কত সালে ?
(A) ১৯৫৩ সালে
(B) ১৯৫৪ সালে
(C) ১৯৫৫ সালে
(D) ১৯৫৬ সালে
ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব ?
(A) যুক্তরাজ্য
(B) ফ্রান্স
(C) কানাডা
(D) অস্ট্রেলিয়া
ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত ?
(A) ২৪
(B) ২৮
(C) ৩০
(D) ৩২
ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত ?
(A) লিঁও
(B) প্যারিস
(C) রোম
(D) টোকিও
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
(A) ব্যাংকক
(B) নিউইয়র্ক
(C) ম্যানিলা
(D) টোকিও