আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি?

(A) ফা-হিয়েন
(B) মা হয়ান
(C) মেগাস্থিনিস
(D) হিউয়েন সাং

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি ?

(A) ভারত
(B) চীন
(C) ইন্দোনেশিয়া
(D) ফিলিপাইন

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

আন্তর্জাতিক নারী দিবস

(A) ৮ মার্চ
(B) ১০ মার্চ
(C) ১২ মার্চ
(D) ১৩ মার্চ

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?

(A) পক প্রণালি
(B) জিব্রাল্টার প্রণালি
(C) কিল প্রণালী
(D) ইরবে প্রণালী

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের দীর্ঘতম কাচের স্কাইওয়াক নির্মিত হচ্ছে কোথায়?

(A) টোকিও, জাপান
(B) মহারাষ্ট্র, ভারত
(C) কুয়ালালামপুর, মালয়েশিয়া
(D) ঢাকা, বাংলাদেশ

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

জ্ঞানের পিতা বলা হয় কাকে ?

(A) সক্রেটিস
(B) প্লেটো
(C) রুশো
(D) টমাস আলভা এডিসন

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

রুশ বিপ্লব হয় কত সালে ?

(A) ১৮১৭
(B) ১৯১৭
(C) ১৭১৭
(D) ১৭৮৯

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে পিতৃভূমি বলা হয় কোন দেশকে?

(A) রাশিয়া
(B) বেলজিয়াম
(C) জার্মান
(D) জাপান

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

জার্মানিকে বিভক্তকারী প্রাচীরের নাম কি ?​

(A) দি গ্রেট ওয়াল
(B) জার্জান প্রাচীর
(C) বার্লিন প্রাচীর
(D) হাড্রিয়ান প্রাচীর

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

ল্যান্ড অব মার্বেল বলা হয় কোন দেশকে?

(A) জাপান
(B) ইতালি
(C) বেলজিয়াম
(D) সুইজারল্যান্ড

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন