আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?

(A) টোকিও
(B) মিউনিখ
(C) নিউ ইয়ার্ক
(D) প্যারিস

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি?

(A) টোকিও
(B) ঢাকা
(C) নিউ ইয়ার্ক
(D) প্যারিস

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না ?

(A) কাতার
(B) কুয়েত
(C) সৌদি আরব
(D) ইরাক

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের বৃহত্তম স্থল প্রাণীর নাম কি?

(A) চিতা
(B) আফ্রিকান হাতি
(C) উট
(D) জিরাফ

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের সবচেয়ে বেশি বার্লি উৎপাদনকারী দেশ কোনটি?

(A) রাশিয়া
(B) জার্মানী
(C) ফ্রান্স
(D) জাপান

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

অক্সফাম(Oxfam) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

(A) টোকিও
(B)  লন্ডন
(C) প্যারিস
(D) নিউইয়র্ক

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

সুয়েজ খাল কোন কোন মহাদেশকে বিভক্ত করেছে?

(A) এশিয়া ও অষ্ট্রেলিয়া
(B) আমেরিকা ও আফ্রিকা
(C) এশিয়া ও অষ্ট্রেলিয়া
(D) এশিয়া ও আফ্রিকা 

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

(A) যুক্তরাষ্ট্র
(B) জার্মানি
(C) ফ্রান্স
(D) জাপান

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

নোবেল পুরস্কারের অর্থমূল্য কত ?

(A) ১ কোটি ক্রোনা
(B) ১০ লক্ষ ক্রোনা
(C) ২০ লক্ষ ক্রোনা
(D) ১ কোটি ১০ লক্ষ ক্রোনা

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

আরব বসন্তের সুচনা কোথায় হয়?

(A) সিরিয়া
(B) তিউনিশিয়া
(C) মিশর
(D) ইরাক

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন