আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

ইন্টারপােলের বর্তমান সদস্য কত?

(A) ১৯৩টি
(B) ১৯৪টি
(C) ১৯৫টি
(D) ১৯৬টি

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়?

(A) ৬টি
(B) ৭টি
(C) ৮টি
(D) ৯টি

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

নোবেল পুরস্কারের প্রবর্তক দেশ কোনটি?

(A) ইংল্যান্ড
(B) সুইডেন
(C) ফ্রান্স
(D) আমেরিকা

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

নোবেল পুরস্কারের প্রবর্তক হলেন ?

(A) আলফ্রেড নােবেল
(B) হেনরি ডুনান্ট 
(C) সুলি প্রুধোম
(D) ফ্রেডারিক পাসি

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি ?

(A) ইরান
(B) ইরাক
(C) তুরস্ক
(D) কুয়েত

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

১৭ ডিসেম্বর ২০২১ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুমােদিত নবম টিকার নাম কী?

(A) Moderna
(B) Sputnik-V
(C) Covishield
(D) Covovax

  • Correct Answer 😀
সঠিক উত্তরটি দেখুন

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ক্যালিডােনিয়া কোন দেশের অন্তর্ভুক্ত?

(A) নিউজিল্যান্ড
(B) ফ্রান্স
(C) অস্ট্রেলিয়া
(D) যুক্তরাষ্ট্র

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

২০২৪ সালের 'ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল' কোনটি?

(A) স্ট্রাসবার্গ, ফ্রান্স 
(B) আক্রা, ঘানা
(C) বেইজিং, চীন
(D) বৈরুত, লেবানন

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

জার্মানির প্রথম নারী প্ররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

(A) বেয়ার্বেল বাস
(B) উরসুলা ভন ডার লেন
(C) আলেসান্দ্রা গ্যালােনি
(D) আনালিনা বেয়ারবক 

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

মেক্সিকোয় প্রথম নারী প্রধান বিচারপতির নাম কী?

(A) নরমা লুসিয়া পিনা
(B) কারমেন আরগিবে
(C) মেলা ক্যারল
(D) ব্রেন্ডা হেল

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন