আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

(A) টোকিও
(B) লন্ডন
(C) নিউইয়র্ক
(D) প্যারিস

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম কি?

(A) মারদেকা প্রাসাদ
(B) এলিসি প্রাসাদ
(C) মানালা প্রাসাদ
(D) বাকিংহাম প্রাসাদ

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?

(A) রোম
(B) রিয়াদ
(C) কলম্বো
(D) প্যারিস

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

মাওরি কোন দেশের অধিবাসী?

(A) নিউজিল্যান্ড
(B) অস্ট্রেলিয়া
(C) পাপুয়া নিউগিনি
(D) মরিশাস

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?

(A) ১৯৯০ সালে
(B) ১৯৯১ সালে
(C) ১৯৯২ সালে
(D) ১৯৯৩ সালে

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

মালদ্বীপের প্রধান ভাষা কোনটি?

(A) হিন্দি 
(B) আরবি
(C) মালয়
(D) দিবেহী

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?

(A) ১৯৬১ সালে
(B) ১৯৬২ সালে
(C) ১৯৬৩ সালে
(D) ১৯৬২ সালে

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?

(A) তুরস্ক
(B) সুইডেন
(C) নরওয়ে
(D) ফ্রান্স

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

তোরাবোরা পাহাড় অবস্থিত কোন দেশে?

(A) তুরস্ক
(B) সৌদি আরব
(C) শ্রীলঙ্কা
(D) আফগানিস্তান 

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

ব্রাসেলস কোন দেশের রাজধানী?

(A) ফ্রান্স
(B) ইতালি
(C) জার্মানি
(D) বেলজিয়াম

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন