আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ কোন দেশে মজুদ রয়েছে ?

(A) ‍চীন
(B) নাইজেরিয়া
(C) রাশিয়া
(D) ভিয়েতনাম

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে ?

(A) ‍রাশিয়া ও যুক্তরাষ্ট্র
(B) ফ্রান্স ও ইংল্যান্ড
(C) ফ্রান্স ও বেলজিয়াম
(D) ব্রিটেন ও নেদারল্যান্ডস

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

কে সর্বপ্রথম ব্লু ইকোনোমি এর ধারণা দেন ?

(A) ‍অ্যাডাম স্মিথ
(B) ডেভিড রিকার্ডো
(C) অমর্ত্য সেন
(D) গুন্টার পাউলি

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

সিগফ্রিড লাইন ও ম্যাজিনো লাইন অবস্থিত ?

(A) ‍জার্মান ও ফ্রান্স
(B) রাশিয়া ও ইউক্রেন
(C) ইসরায়েল ও সিরিয়া
(D) জার্মানি ও পোল্যান্ড

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

(A) ‍ম্যানিলা, ফিলিপাইন
(B) তেহরান, ইরান
(C) টোকিও, জাপান
(D) সিউল, দক্ষিণ কোরিয়া

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

সম্প্রতি ইসরায়েলের জনগণের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে সংসদে আইন পাশ করেছে কোন দেশ ?

(A) মালদ্বীপ
(B) গাম্বিয়া
(C) মালয়েশিয়া
(D) ইয়েমেন

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে ?

(A) লন্ডন
(B) প্যারিস
(C) নিউইয়র্ক
(D) সিডনি

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

ওডেসা সমুদ্রবন্দর কোন সাগরের অববাহিকায় অবস্থিত ?

(A) কৃষ্ণ সাগর
(B) কাটালান সাগর
(C) ক্যারিবিয় সাগর
(D) গ্রীনল্যান্ড সাগর

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি ?

(A) ম্যানগ্রোভ
(B) গ্রীষ্মমন্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল
(C) উপক্রান্তীয় ঘনবর্ষণ বনাঞ্চল
(D) ঘনবর্ষণ বনাঞ্চল

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

আমাজন বনাঞ্চল কত শতাংশ অক্সিজেন এর উৎস ?

(A) প্রায় ১০ শতাংশ
(B) প্রায় ২০ শতাংশ
(C) প্রায় ৩০ শতাংশ
(D) প্রায় ৪০ শতাংশ

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন