আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ?

(A) মালদ্বীপ
(B) ভ্যাটিকান সিটি
(C) সিঙ্গাপুর
(D) আয়ারল্যান্ড

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

পাতাগোনিয়া মালভূমি অবস্থিত ?

(A) ব্রাজিল
(B) ইতালি
(C) আর্জেন্টিনা
(D) ইতালি

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

সুয়েজ খাল কোথায় অবস্থিত ?

(A) মিশর      
(B) কুয়েত
(C) ইরান
(D) মরক্কো

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

জাতিসংঘের প্রথম মহাসচিব কে ?

(A) কুর্ট ওয়াল্ডহেইম        
(B) ট্রিগভেলি
(C) পেরেজ দ্য কুয়েলার
(D) উথান্ট

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

তিয়েন আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত ?

(A) বেইজিং           
(B) হংকং 
(C) সাংহাই
(D) ক্যান্টন

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান ?

(A) সি আর খোরানা                
(B) আব্দাস সালাম
(C) চন্দ্রশেখর
(D) চন্দ্রশেখর ভেঙ্কট রমন

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?

(A) শ্রীলংকা                  
(B) ভারত
(C) মিয়ানমার
(D) মালদ্বীপ

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

GMT কি?

(A) একটি শহর                   
(B) পৃথিবীর মধ্যভাগের সময়
(C) পৃথিবীর মানমন্দির
(D) সময় আবিষ্কারের স্থান

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

ভেটো (Veto) শব্দের অর্থ ?

(A) আমি এটা জানি না                      
(B) আমি সমর্থন করি
(C) আমি কোনো মতামত দিব না
(D) আমি এটা মানি না

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

কোন দুটি দেশের মধ্যে শতবর্ষ যুদ্ধ ঘটেছিল ?

(A) ফ্রান্স ও জার্মানী                         
(B) ইংল্যান্ড ও ইতালি
(C) ফ্রান্স ও ইংল্যান্ড
(D) ইংল্যান্ড ও জার্মানি

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন