আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া ?

(A) Narrow Gauge
(B) Broad Gauge
(C) Mitre Gause
(D) Mix Gauge 

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

সেভেন সিস্টারস কি ?

(A) রুপকথার সাত বোন
(B) ভারতের সাতটি অঙ্গরাজ্য
(C) সার্কভুক্ত সাতটি দেশ
(D) সাতটি দেশ

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

মার্বেল কোন দেশে পর্যাপ্ত পাওয়া যায় ?

(A) বাংলাদেশ
(B) গ্রিস
(C) ইংল্যান্ড
(D) ভুটান

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

নালন্দা মহাবিহার কি ?

(A) হাসপাতাল
(B) বিখ্যাত বাজার
(C) কমিউনিটি সেন্টার
(D) প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

কোন শহরটি বিগ আপেল নামে পরিচিত ?

(A) লন্ডন
(B) নিউইয়র্ক
(C) প্যারিস
(D) সিঙ্গাপুর

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

কত সালে ভারত থেকে মিয়ানমার পৃথক হয় ?

(A) ১৯৩৭ সালে
(B) ১৯৩৮ সালে
(C) ১৯৩৯ সালে
(D) ১৯৪০ সালে

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে ?

(A) ভারত মহাসাগর
(B) আটলান্টিক মহাসাগর
(C) প্রশান্ত মহাসাগর
(D) উত্তর মহাসাগর

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি ?

(A) দক্ষিণ চীন সাগর
(B) কাস্পিয়ান সাগর
(C) আরব সাগর
(D) বাল্টিক সাগর

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

তাস কোন দেশের সংবাদ সংস্থার নাম ?

(A) রাশিয়া
(B) ইউক্রেন
(C) চীন
(D) ফ্রান্স

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

অস্কার পুরস্কার কী ?

(A) শিশু সাহিত্য পুরস্কার
(B) সাংবাদিকতার পুরস্কার
(C) চলচ্চিত্র পুরস্কার
(D) ক্রীড়া পুরস্কার

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন