আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

এন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য বেশি পাওয়া যায় ?

(A) তেল
(B) স্বর্ণ
(C) কয়লা
(D) চুনাপাথর

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের সবচেয়ে বেশি লোকের মাতৃভাষা ?

(A) ইংরেজি
(B) মান্দারিন
(C) স্প্যানিশ
(D) পর্তুগিজ ভাষা

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

অলিভ পর্বত কোথায় অবস্থিত ?

(A) পাকিস্তান
(B) জেরুজালেম
(C) ইয়েমেন
(D) ইরাক

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চাই ?

(A) নিউ ইয়র্ক
(B) ক্যালিফোর্নিয়া
(C) ফ্লোরিডা
(D) আলাস্কা

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল ?

(A) লুইসিয়ানা
(B) উইসকনসিন
(C) ফ্লোরিডা
(D) নেবারাস্কা

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

যুক্তরাষ্ট্রভিত্তিক কু ক্লাক্স ক্ল্যান মূলত একটি -

(A) যুদ্ধবিরোধী সংগঠন
(B) পরিবেশবাদী সংগঠন
(C) মুক্তবাণিজ্য বিরোধী জোট
(D) বর্ণবাদী গোষ্ঠী

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে ?

(A) ১৯৪৪
(B) ১৯৪৫
(C) ১৯৪৬
(D) ১৯৪৭

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

প্রাচীন ভারতে কয়টি মহাজনপদ ছিল ?

(A) ১০
(B) ১৬
(C) ১৮
(D) ২০

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের কোন রাষ্ট্রটি সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত ?

(A) ভারত
(B) চীন
(C) রাশিয়া
(D) মিয়ানমার

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

পারসিক দিনপঞ্জি তৈরি করেন কে ?

(A) সোফোক্লেস
(B) দারিয়ুস
(C) নেবুচাঁদনেজার
(D) ফারাও ইখনাটন

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন