আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

টেস্ট টিউব বেবি পদ্ধতির জনক -

(A) রবার্ট জি এডওয়ার্ডস
(B) নাইজেল ম্যাকলিন
(C) ইগর কুজনেৎসভ
(D) ইচিতা ওহারা

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত ?

(A) ১০ জন
(B) ১২ জন
(C) ১৫ জন
(D) ১৬ জন

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন ?

(A) ৩ বছর
(B) ৪ বছর
(C) ৭ বছর
(D) ৯ বছর

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

দি ম্যাডোনা অ্যান্ড চাইল্ড কার চিত্রকর্ম ?

(A) মাইকেল এঞ্জেলো
(B) লিওনার্দো দ্য ভিঞ্চি
(C) পাবেলো পিকাসো
(D) এস এম সুলতান

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে পালিত হয় ?

(A) ৩ মার্চ
(B)  ৭ এপ্রিল 
(C) ২৯ মে
(D) ৫ জুন

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

ECO এর সদস্য সংখ্যা কত ?

(A) ৯
(B) ১০
(C) ১১
(D) ১২

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

কোন দেশ ও রাজধানীর নাম একই ?

(A) তাইওয়ান
(B) উগান্ডা
(C) জিবুতি
(D) কোস্টারিকা

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বব্যাংকের বর্তমান সদস্য দেশের সংখ্যা কত ?

(A) ১৮৬
(B) ১৮৭
(C) ১৮৮
(D) ১৮৯

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত ?

(A) ২১
(B) ২২
(C) ২৭
(D) ২৬

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

কার্টাগেনা প্রটোকল হচ্ছে -

(A) জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি
(B) জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি
(C) জাতিসংঘের নারী অধিকার বিষয়ক প্রটোকল
(D) জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন