আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / international general knowledge questions : আন্তর্জাতিক সাধারণ জ্ঞান হলো এমন একটি বিষয় যা আমাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও জ্ঞানকে বিস্তৃত করে। পৃথিবীর প্রতিটি দেশ, তাদের ইতিহাস, সংস্কৃতি, সংগঠন এবং অর্জন আমাদের শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ উপাদান। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন আমাদের বিশ্ব নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে।
এই ব্লগ পোস্টে, আমরা ১৫০টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আন্তর্জাতিক সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে।
আপনার যদি চাকরির প্রস্তুতি, প্রতিযোগিতামূলক পরীক্ষা, বা শুধুমাত্র নিজের জ্ঞান বৃদ্ধি করার আগ্রহ থাকে, তাহলে এই পোস্টটি আপনার জন্য অত্যন্ত উপযোগী হবে। আসুন, আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের মাধ্যমে বিশ্বকে আরও ভালোভাবে জানি!
আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / international general knowledge questions
চলুন দেখে নেই আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি (international general knowledge questions)
- পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে দুটি দেশের মধ্যে : আমেরিকা ও কানাডা
- হিজরী সন গণনা শুরু হয় কোন সালে : ৬২২ সালে
- স্থলভাগের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিকান সিটি
- মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন : মেসিডোনিয়া
- দ্রাবিড়েরা যে সভ্যতার শুরু করেন : সিন্ধু সভ্যতা
- আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় : ৮ই মার্চ
- বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত : লাইবেরিয়া
- তাহরির স্কয়ার কোথায় অবস্থিত : মিশরের কায়রোতে
- ম্যাগনাকার্টা কী : ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
- আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত : নায়াগ্রা জলপ্রপাত
- মুক্তার দেশ বলা হয় : কিউবা
- কাকে জ্ঞানের পিতা বলা হয় : সক্রেটিস
- তিয়েন ইয়েনমেন স্কোয়ার অবস্থিত : বেইজিং
- ফ্যাসিজমের প্রবর্তক কে : বেনিটো মুসোলিনি
- এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী : মুসা ইব্রাহিম
- সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা হয় : গ্রিসের অ্যাথেন্স
- ঐতিহাসিক কানাডা অ্যাক্ট প্রণীত হয় : ১৯৮২ সালে
- পৃথিবীর গভীরতম হ্রদ : বৈকাল হ্রদ
- নিশীথ সূর্যের দেশ বলা হয় : নরওয়ে
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে : সিরিমাভো বন্দরনায়েকে
- হোমার কোন ভাষার কবি : গ্রিক
- হো-চি-মিন সিটি বন্দরটি কোন দেশের : ভিয়েতনাম
- আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে : বিসমার্ক
- পৃথিবীর দীর্ঘতম নদী : নীলনদ
- সক্রেটিসের ছাত্র কে ছিলেন : প্লেটো
- ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত : প্যারিস
- রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি : ডুমা
- মিশর সুয়েজ খাল জাতীয়করণ হয় : ১৯৫৬ সালে
- ফরাসি বিপ্লব সংঘটিত হয় : ১৭৮৯ সালে
- ভলগা নদী কোন সাগরে পতিত হয়েছে : কাস্পিয়ান সাগরে
- ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত : লন্ডনে
- সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ : মালদ্বীপ
- যুক্তরাজ্যের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় : হোয়াইট হল
- যুক্তরাষ্ট্রের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় : হোয়াইট হাউস
আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / international general knowledge questions
- চীনে সাংস্কৃতিক বিপ্লব কে শুরু করেছিলেন : মাও সে তুং
- আলজাজিরা কোন দেশের সংবাদ সংস্থা : কাতার
- জেনেভা কনভেনশন হলো : মানবাধিকার চুক্তি
- তক্ষশীলা কোন দেশে অবস্থিত : পাকিস্তানে
- চীনের সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত হয় : ১৯৬৬-১৯৭৬
- পৃথিবীর উষ্ণতম মহাদেশ : আফ্রিকা
- বিখ্যাত আইফেল টাওয়ার কোথায় অবস্থিত : ফ্রান্সের রাজধানী প্যারিসে
- যে সভ্যতা প্রথম বাটখারা ব্যবহার শুরু করেন : সিন্ধু সভ্যতা
- পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম : সাহারা
- ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে : ফ্রান্স
- জলপাই গাছের দেশ বলা হয় কোন দেশকে : গ্রিসকে
- কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় : ফিনল্যান্ড
- পৃথিবীতে সবচেয়ে বেশি কথিত ভাষা : ম্যান্ডারিন চাইনিজ
- পৃথিবীর বৃহত্তম মালভূমি : তিব্বত মালভূমি
- জাতিসংঘের প্রথম মহাসচিব : ট্রিগভেলি
- কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয় : আমাজান
- র্যাডক্লিফ লাইন দ্বারা কোন দেশগুলিকে পৃথক করা হয়েছে : ভারত ও পাকিস্তান
- এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ : পূর্ব তিমুর
- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত : ব্রাসেলসে
- পৃথিবীর দীর্ঘতম নদী : নীল নদ
- গ্রীনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত : যুক্তরাজ্য
- ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত : জার্মানি
- স্বর্ণ খনির জন্য বিখ্যাত স্থান : দক্ষিন আফ্রিকার জোহানসবার্গ
- পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ : সোভিয়েত রাশিয়া
- পৃথিবীর ছাদ বলা হয় : পামীর মালভূমি
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় : নেপোলিয়নকে
- ডি – ৮ এর সদর দফতর কোথায় : ইস্তাম্বুল
- মিসিসিপি নদী কোথায় অবস্থিত : আমেরিকা
- বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় : নালান্দা বিশ্ববিদ্যালয়
- আগুনের দেশ নামে পরিচিত : আইসল্যান্ড
- কোন দেশকে হাজার পাহাড়ের দেশ বলা হয় : রুয়ান্ডা
- আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু পানির হ্রদ : সুপিরিয়র
আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / international general knowledge questions
- সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত : বঙ্গোপসাগরের
- পৃথিবীর সবচেয়ে বড় ফুল : রাফলেসিয়া
- পৃথিবীর গভীরতম স্থান : মারিয়ানা খাত
- সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে: জাপান
- সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত : কাঠমান্ডু
- বর্তমানে বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র : সিঙ্গাপুর
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত : বার্লিন, জার্মানি
- চীনের দুঃখ কোন নদী : হুয়াংহো নদী
- পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোথায় অবস্থিত : কিম্বার্লি, দক্ষিণ আফ্রিকা
- ব্রহ্মদেশ বর্তমানে কি নামে পরিচিত : মিয়ানমার
- সুয়েজ খাল কোন দেশে অবস্থিত : মিশর
- ভাস্কো-দা-গামা কোন দেশের নাগরিক ছিলেন : পর্তুগাল
- বিবিসি কোন দেশের সংবাদ মাধ্যম : যুক্তরাজ্য
- কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় : অস্ট্রেলিয়া
- আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত : আদ্দিস আবাবা, ইথিওপিয়া
- পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা : আন্দিজ পর্বতমালা
- বর্তমান বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ : মার্কিন যুক্তরাষ্ট্র
- নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট : চীন
- আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত : নেদারল্যান্ডের দ্য হেগ
- ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত : তুরস্কে
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় : ১৬৩৬ সালে
- কিউনিফর্ম লিপিতে রচিত বিখ্যাত মহাকাব্যের নাম : গিলগামেশ
- বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান কোন দেশে : যুক্তরাষ্ট্র
- গুয়ানতানামো বন্দিশালা কোথায় অবস্থিত : কিউবা
- ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে : বেলজিয়াম
- টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত : মণিপুর
- পৃথিবীর কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় : ভুটান
- পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত : কক্সবাজার (১২০ কিমি)
- এভারেস্ট পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত : দক্ষিণ এশিয়া
- বিশ্বে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুদ আছে কোথায় : রাশিয়া
- সিন্ধু নদ কোথায় অবস্থিত : পাকিস্তান
- ইউরোপের প্রবেশদ্বার বলা হয় : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা
- হোয়াইট রাশিয়া বলা হয় কোন দেশকে : বেলারুশ
- পৃথিবীর গভীরতম খাল : পানামা খাল
- আফ্রিকার দুঃখ বলা হয় : সাহারা মরুভূমিকে
- স্থায়ী সালিশি আদালত কোথায় অবস্থিত : নেদারল্যান্ডসের দ্য হেগে
- পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম : সুন্দরবন, বাংলাদেশ
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে : রাশিয়া
- স্কটল্যান্ডের ড্যান্ডি কিসের জন্য বিখ্যাত : পাট শিল্প
- পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান : আজিজিয়া লিবিয়া
- পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ : গ্রীনল্যান্ড
- লিলি ফুলের দেশ : কানাডা
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত : টোকিও, জাপান
- সমুদ্র পথে প্রথম বিশ্ব ভ্রমন করেন : ফার্দিনান্দ ম্যাগেলান
- কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে : জিব্রাল্টার
- পৃথিবীর কোন দেশে রাবারের রাস্তা আছে : ফ্রান্সের প্যারিস শহরে
- কাচ শিল্পের জন্য পৃথিবীর শীর্ষ স্থানে রয়েছে : চীন
- বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম : ইউনাইটেড লাইব্রেরি অব কংগ্রেস
- নীল নদের উৎপত্তিস্থল কোথায় : ভিক্টোরিয়া হ্রদ
- কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় : তিউনিশিয়া
- কোন দেশের একটি গ্রামের নাম ‘রূপসী বাংলা’ বলা হয় : আইভরি কোস্ট
আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / international general knowledge questions
- সেন্ট লুসিয়া দ্বীপটি গড়ে ওঠে : আগ্নেয়গিরির অগ্নুৎপাত মাধ্যমে
- বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল : মেসোপটেমিয়ার
- দিল্লি কোন নদীর তীরে অবস্থিত : যমুনা
- জার্মানিকে বিভক্তকারী প্রাচীরের নাম : বার্লিন প্রাচীর
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন : জর্জ ওয়াশিংটন
- আধুনিক জার্মানির জনক বলা হয় : অটোভন বিসমার্ক
- পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ : ইন্দোনেশিয়া
- যুক্তরাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম : কমন্সসভা
- ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত : প্যারিস
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জনক হলেন : জর্জ ওয়াশিংটন
- নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয় : মাউরি
- যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী : ডোভার প্রণালী
- ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন কে : ক্রিস্টোফার কলম্বাস
- সুয়েজ খাল খনন শুরু হয় : ১৮৫৯ সালে
- পৃথিবীর দীর্ঘতম রেলপথ : ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে
- ভার্সাই নগরী কোথায় অবস্থিত : ফ্রান্স
- ভ্যাটিকান কোন শহরের পাশে অবস্থিত : রোম
- আঙ্কেল হো নামে পরিচিত কে : হো চি মিন
- পৃথিবীতে বেশি বৃষ্টিপাত হয় : মৌসিনরাম ভারত
- পৃথিবীর ক্ষুদ্রতম নদী : রো নদী, যুক্তরাষ্ট্র
- বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম : মেসোপটেমীয় সভ্যতা
- কাগজ প্রথম আবিষ্কৃত হয় কোন দেশে : চীনে
- বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের নাগরিক : মরক্কোর
- বিখ্যাত ভার্সাই নগরী কোথায় অবস্থিত : ফ্রান্স
- লৌহ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ : চীন
- গুয়ানতানামো বন্দিশালা কোথায় অবস্থিত : কিউবা
- পৃথিবীর শীতলতম স্থান : পূর্ব অ্যান্টার্কটিকা
- পৃথিবীতে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ : মোনাকো
- মোনালিসার চিত্রকর্মটি কে এঁকেছেন : লিওনার্দো দা ভিঞ্চি
আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / international general knowledge questions
আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ