এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম এবং জনবহুল মহাদেশ। যা ভৌগোলিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ঐতিহাসিক দিক থেকে বৈচিত্র্যে সমৃদ্ধ। এশিয়া মহাদেশের আয়তন প্রায় ৪৪.৫ মিলিয়ন বর্গ কিমি, যা পৃথিবীর মোট ভূমির প্রায় ৩০%, জনসংখ্যা প্রায় ৪.৬ বিলিয়ন, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬০% ।
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম, রাজধানী, আয়তন, এবং অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হলো ।
দেশ | রাজধানী | আয়তন (বর্গকিমি) | অবস্থান |
---|---|---|---|
আফগানিস্তান | কাবুল | ৬৫২,৮৬৪ | দক্ষিণ এশিয়া |
আর্মেনিয়া | ইয়ারেভান | ২৯,৭৪৩ | পশ্চিম এশিয়া (ককেশাস অঞ্চল) |
আজারবাইজান | বাকু | ৮৬,৬০০ | পশ্চিম এশিয়া (ককেশাস অঞ্চল) |
বাহরাইন | মানামা | ৭৬৫ | মধ্যপ্রাচ্য |
বাংলাদেশ | ঢাকা | ১৪৭,৫৭০ | দক্ষিণ এশিয়া |
ভুটান | থিম্পু | ৩৮,৩৯৪ | দক্ষিণ এশিয়া |
ব্রুনেই | বন্দর সেরি বেগাওয়ান | ৫,৭৬৫ | দক্ষিণ-পূর্ব এশিয়া |
কম্বোডিয়া | নম পেন | ১৮১,০৩৫ | দক্ষিণ-পূর্ব এশিয়া |
চীন | বেইজিং | ৯,৫৯৬,৯৬১ | পূর্ব এশিয়া |
সাইপ্রাস | নিকোসিয়া | ৯,২৫১ | পূর্ব ভূমধ্যসাগর, পশ্চিম এশিয়া |
ভারত | নয়াদিল্লি | ৩,২৮৭,২৬৩ | দক্ষিণ এশিয়া |
ইন্দোনেশিয়া | জাকার্তা | ১,৯০৪,৫৬৯ | দক্ষিণ-পূর্ব এশিয়া |
ইরান | তেহরান | ১,৬৪৮,১৯৫ | মধ্যপ্রাচ্য |
ইরাক | বাগদাদ | ৪৩৮,৩১৭ | মধ্যপ্রাচ্য |
ইসরায়েল | জেরুজালেম | ২০,৭৭০ | মধ্যপ্রাচ্য |
জাপান | টোকিও | ৩৭৭,৯৭৫ | পূর্ব এশিয়া |
জর্ডান | আম্মান | ৮৯,৩৪২ | মধ্যপ্রাচ্য |
কাজাখস্তান | আস্তানা | ২,৭২৪,৯০০ | মধ্য এশিয়া |
কিরগিজস্তান | বিশকেক | ১৯৯,৯৫১ | মধ্য এশিয়া |
কুয়েত | কুয়েত সিটি | ১৭,৮১৮ | মধ্যপ্রাচ্য |
লাওস | ভিয়েনতিয়েন | ২৩৬,৮০০ | দক্ষিণ-পূর্ব এশিয়া |
লেবানন | বৈরুত | ১০,৪৫২ | মধ্যপ্রাচ্য |
মালয়েশিয়া | কুয়ালালামপুর | ৩৩০,৮০৩ | দক্ষিণ-পূর্ব এশিয়া |
মালদ্বীপ | মালে | ৩০০ | দক্ষিণ এশিয়া |
মঙ্গোলিয়া | উলানবাটোর | ১,৫৬৫,০০০ | পূর্ব এশিয়া |
মিয়ানমার | নেপিডো | ৬৭৬,৫৭৮ | দক্ষিণ-পূর্ব এশিয়া |
নেপাল | কাঠমান্ডু | ১,৪৭,৫১৬ | দক্ষিণ এশিয়া |
উত্তর কোরিয়া | পিয়ংইয়ং | ১,২০,৫৩৮ | পূর্ব এশিয়া |
ওমান | মাস্কাট | ৩,০৯,৫০০ | মধ্যপ্রাচ্য |
পাকিস্তান | ইসলামাবাদ | ৮,৮১,৯১৩ | দক্ষিণ এশিয়া |
ফিলিপাইন | ম্যানিলা | ৩,০০,০০০ | দক্ষিণ-পূর্ব এশিয়া |
কাতার | দোহা | ১১,৫৮৬ | মধ্যপ্রাচ্য |
রাশিয়া | মস্কো | ১৭,০৯৮,২৪৬ | ইউরেশিয়া (এশিয়া এবং ইউরোপের মিলিত অঞ্চল) |
সৌদি আরব | রিয়াদ | ২,১৪৯,৬৯০ | মধ্যপ্রাচ্য |
সিঙ্গাপুর | সিঙ্গাপুর | ৭১৮ | দক্ষিণ-পূর্ব এশিয়া |
দক্ষিণ কোরিয়া | সিওল | ৯৯,৭২০ | পূর্ব এশিয়া |
শ্রীলঙ্কা | শ্রী জয়াবর্ধেনপুর কোট্টে | ৬৫,৬১০ | দক্ষিণ এশিয়া |
সিরিয়া | দামেস্ক | ১,৮৫,১৮০ | মধ্যপ্রাচ্য |
তাজিকিস্তান | দুশানবে | ১,৪৩,১০০ | মধ্য এশিয়া |
থাইল্যান্ড | ব্যাংকক | ৫১৩,১২০ | দক্ষিণ-পূর্ব এশিয়া |
তিমুর লেস্টে | দিলি | ১৪,৮৭৪ | দক্ষিণ-পূর্ব এশিয়া |
তুর্কমেনিস্তান | আশখাবাদ | ৪,৮৮,১০০ | মধ্য এশিয়া |
সংযুক্ত আরব আমিরাত | আবুধাবি | ৮৩,৬০০ | মধ্যপ্রাচ্য |
উজবেকিস্তান | তাশখন্দ | ৪,৪৮,৯৭৮ | মধ্য এশিয়া |
ভিয়েতনাম | হ্যানয় | ৩,৩১,২১২ | দক্ষিণ-পূর্ব এশিয়া |
ইয়েমেন | সানা | ৫,৫৫,০০০ | মধ্যপ্রাচ্য |
তুরস্ক | আঙ্কারা | ৭৮৩,৩৫৬ | ইউরোপ ও এশিয়ার মিলিত অঞ্চল (আংশিক এশিয়া) |
প্যালেস্টাইন | রামাল্লাহ | ৬,০২০ | মধ্যপ্রাচ্য |
জর্জিয়া | তিবিলিসি | ৬৯,৭০০ | ককেশাস অঞ্চল, ইউরোপ ও এশিয়ার মিলিত অঞ্চল |
এশিয়া মহাদেশ সর্ম্পকে গুরুত্বপূর্ন কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
(এশিয়া মহাদেশের দেশগুলোর নাম)
- পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম : এশিয়া মহাদেশ
- এশিয়া মহাদেশের আয়তন : ৪৪.৫৮ মিলিয়ন বর্গকিলোমিটার
- এশিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা কতটি : ৪৪ টি
- এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ : চীন
- এশিয়ার দীর্ঘতম নদী : ইয়াংসিকিয়াং
- Tiger of Bicycle নামে পরিচিত এশিয়ার কোন দেশ : ভিয়েতনাম
- এশিয়ার বৃহত্তম মরুভূমি :গোবি মরুভূমি
- City of fountains নামে পরিচিত কোন দেশ : তাসখন্দকে
- এশিয়ার বৃহত্তম সাগর : ফিলিপাইন সাগর
- এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা : ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা
- Father of Apple Tree বলা কোন শহরকে : কাজাখস্তানকে এর ‘আলামাআতা’ শহরকে
- The Land of Fames’নামে পরিচিত এশিয়ার কোন দেশ : আজারবাইজান
- এশিয়ার বৃহত্তম হ্রদ : চিলিকা হ্রদ
- নাগোর্নো-কারাবাখ দ্বন্দ্ব হলো : আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে
- এশিয়ার বৃহত্তম পর্বতমালা : হিমালয় পর্বতমালা
- এশিয়ার কোন দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই : মালদ্বীপ
- NATO তে মুসলিম সদস্য দেশ : তুরস্ক ও আলবেনিয়া
- এশিয়ার বৃহত্তম অরণ্য : তৈগা
- এশিয়ায় জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশ : ইন্দোনেশিয়া
- এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় : ভুটান
- এশিয়ার শ্যামদেশ নামে পরিচিত : থাইল্যান্ড
- এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র : ফিলিপাইন
- এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র : শ্রীলংকা
- এশিয়ার একমাত্র হিন্দু রাষ্ট্র : নেপাল
- পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে : ৬০ ভাগ
- আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ : মালদ্বীপ
- এশিয়ার কোন দেশে কোনো নদী নেই : সৌদি আরব
- এশিয়ার কোন দেশটিতে সমুদ্র বন্দর নেই : নেপাল, ভুটান ও আফগানিস্তান
- এশিয়ার বৃহত্তম সমভূমি : পশ্চিম সাইবেরিয়া
- এশিয়ার বৃহত্তম সমুদ্রবন্দর : হংকং বন্দর (চীন)
- এশিয়া তথা পৃথিবীর ভূস্বর্গ বলা হয় : কাশ্মীর
- এশিয়ার সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র : ইন্দোনেশিয়া
- এশিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন : সুন্দরবন
- এশিয়া তথা চীনের দুঃখ বলা হয় কোন নদীকে : হুয়াংহো নদী
- এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী : রবীন্দ্রনাথ ঠাকুর
- এশিয়ার কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয় : থাইল্যান্ড
- এশিয়া তথা বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের : ভারত
- এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয় : মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়
- এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় : ভুটান
- এশিয়ার কোন দেশ যুক্তরাষ্ট্রের উপনিবেশ : ফিলিপাইন
- এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু : বেবা অন্তরীপ
- এশিয়া মাইনর বলা হয় কোন দেশকে : তুরস্ক
- এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী : সালউইন নদী
- এশিয়া মহাদেশের তথা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ : মাউন্ট এভারেষ্ট
- পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম : ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে
- এশিয়ার উষ্ণতম স্থানের নাম : পাকিস্তানের জেকোবাবাদ
- ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে বলা হয় : ইউরেশিয়া
- এশিয়া আফ্রিকা মহাদেশকে একত্রে বলা হয় : আফ্রোশিয়া
- এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে : লোহিত সাগর
- এশিয়ার সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেস্ট
[…] আরোও পড়ুন : এশিয়া মহাদেশের দেশগুলোর নাম রাজধানী… […]