কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান

কম্পিউটার আধুনিক যুগের এক অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পেশাগত এবং শিক্ষাগত কাজে অমূল্য অবদান রাখছে। আজকের ডিজিটাল বিশ্বে কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করা শুধু একটি প্রয়োজন নয়, বরং এটি আমাদের জীবনকে সহজতর এবং আরও দক্ষ করার এক গুরুত্বপূর্ণ উপায়।

কম্পিউটার সম্পর্কে জানা মানে শুধুমাত্র এর হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কার্যক্রম সম্পর্কে বোঝা নয়; বরং এর মাধ্যমে আমরা ইন্টারনেট, ডেটা প্রক্রিয়াকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। এছাড়া, কম্পিউটার সম্পর্কিত  সাধারণ জ্ঞান যেমন— এর ইতিহাস, প্রকারভেদ, অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ভাষা, এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক সম্পর্কে জানা, আমাদেরকে প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি বিকাশে সাহায্য করে।

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি করতে পারি, যা আমাদের পেশাগত জীবনের সাফল্য এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য অপরিহার্য।  চলুন দেখে নেই কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

(১) কম্পিউটার শব্দটি এসেছে ?
উত্তর : গ্রিক শব্দ

(২) কম্পিউটার জনক কে
উত্তর : চার্লস ব্যাবেজ

(৩) কম্পিউটার শব্দটি এসেছে ?
উত্তর : গণনাকারী যন্ত্র

(৪) কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয়-
উত্তর : ন্যানো সেকেন্ড

(৫) কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটি উৎপত্তি
উত্তর : কম্পিউট

(৬) কম্পিউটারের কয়টি প্রধান বৈশিষ্ট্য আছে?
উত্তর : ৩টি

(৭) আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার ?
উত্তর : ৪ প্রকার

(৮) সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো-
উত্তর : সুপার কম্পিউটার

(৯) বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল?
উত্তর : IBM 1620

(১০) বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় কোন সালে?
উত্তর : ১৯৬৪ সালে

(১১) পিসি (PC) শব্দের অর্থ কি
উত্তর : পার্সোনাল কম্পিউটার

(১২) PDA কোন ধরনের কম্পিউটার ?
উত্তর : মাইক্রো কম্পিউটার

(১৩) কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে?
উত্তর : ৩টি

(১৪) সফটওয়্যার কত প্রকার
উত্তর : ২ প্রকার

(১৫) প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
উত্তর : অ্যাডা অগাস্ট

(১৬) কম্পিউটার হার্ডওয়ার প্রধানত কত ভাগে বিভক্ত ?
উত্তর : ৫ভাগে

(১৭) কম্পিউটার প্রাণ কোনটি ?
উত্তর : সফটওয়্যার

(১৮) কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে?
উত্তর : ৩টি

(১৯) প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার
উত্তর : UNIVAC-1

(২০) সর্ব প্রথম উদ্ভাবিত মাইক্রো প্রসেসরটির নাম কি?
উত্তর : ইনটেল-৪০০৪

(২১) বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয়
উত্তর : পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা

(২২) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে
উত্তর : CPU

(২৩) মাইক্রোপ্রসেসরের কাজ কী?
উত্তর : তথ্য প্রক্রিয়াকরণ করা

(২৪) কম্পিউটারের স্মৃতিকে কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তর : ২ ভাগে

(২৫) কম্পিউটারের ব্যবহৃত প্রধান মেমোরি হচ্ছে
উত্তর : RAM

(২৬) ROM এর পূর্ণরূপ কি
উত্তর : Read only memory

(২৭) RAM এর পূর্ণরূপ কি
উত্তর : Random Access Memory

(২৮) কী বোর্ডে কতটি ফাংশন কী থাকে?
উত্তর : ১২টি

(২৯) কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
উত্তর : মাইক্রো প্রসেসর

(৩০) কম্পিউটার বায়োস (BIOS) কি?
উত্তর : Basic Input-Output System

(৩১) কম্পিউটার বাংলা লেখার সফটওয়্যারের নাম কি?
উত্তর : বিজয়

(৩২) CPU-এর পূর্ণরূপ কী
উত্তর : Central Processing Unit

(৩৩) কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন?
উত্তর : গণিতবিদ

(৩৪) কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়?
উত্তর : মাদারবোর্ড

(৩৫) মাইক্রোসফট উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার?
উত্তর : অপারেটিং সিস্টেম

(৩৬) লিনাক্স কী ধরনের অপারেটিং সিস্টেম
উত্তর : ওপেন সোর্স অপারেটিং সিস্টেম

(৩৭) মাউসের আবিষ্কারক কে?
উত্তর : ডগলাস এঞ্জেলবার্ট

(৩৮) হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) কী?
উত্তর : ডেটা স্টোরেজ ডিভাইস

(৩৯) SSD এর পূর্ণরূপ কী?
উত্তর : Solid State Drive

(৪০) কম্পিউটারের প্রাথমিক মেমোরি কোনটি?
উত্তর : RAM

(৪১) কম্পিউটারের কাজ করার গতির একক কী?
উত্তর : হার্টজ (Hz)

(৪২) কম্পিউটারের কোন অংশকে ‘মস্তিষ্ক’ বলা হয়?
উত্তর : সিপিইউ (CPU)

(৪৩) GUI এর পূর্ণরূপ কী?
উত্তর : Graphical User Interface

(৪৪) কম্পিউটারের “বাইনারি” সংখ্যা পদ্ধতি কোন দুটি সংখ্যা ব্যবহার করে?
উত্তর : ০ এবং ১

(৪৫) MS Word কি ধরনের সফটওয়্যার?
উত্তর : ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

(৪৬) কম্পিউটারের মেমোরি কত প্রকার?
উত্তর : দুই প্রকার, RAM এবং ROM।

(৪৭) কম্পিউটারের প্রধান বোর্ডকে কি বলা হয়?
উত্তর : মাদারবোর্ড

(৪৮) HTML এর পূর্ণরূপ কি?
উত্তর : Hypertext Markup Language

(৪৯) ইন্টারনেটের প্রাথমিক প্রোটোকল কোনটি?
উত্তর : TCP/IP (Transmission Control Protocol/Internet Protocol)

(৫০) WWW বলতে কি বুঝায় ?
উত্তর : ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web)

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান

(৫১) ইমেইল এর পূর্ণরূপ কি ?
উত্তর : ইলেক্ট্রনিক মেইল

(৫২) মুদ্রণ জগতে লেখা সাজানোর কাজকে কি বলে ?
উত্তর : কম্পোজ

(৫৩) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বিল গেটস

(৫৪) কম্পিউটার জগতের কিংবদন্তি বলা হয় কাকে?
উত্তর : বিল গেটস

(৫৫) কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের নাম কি?
উত্তর : বিজয়, অভ্র, লিপিকার ইত্যাদি

(৫৬) পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম কি?
উত্তর : অ্যবাকাস।

(৫৭) কম্পিউটারের আবিষ্কারক কে?
উত্তর : হাওয়ার্ড আইকেন

(৫৮) MODEM এর পূর্ণরূপ কি?
উত্তর : Modulator-Demodulator.

(৫৯) কম্পিউটারে RAM কি হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর : অস্থায়ী স্মৃতি

(৬০) কম্পিউটারে ROM কে বলা হয়?
উত্তর : স্থায়ী স্মৃতি

(৬১) কম্পিউটার গণনার একক কি?
উত্তর : বাইট।

(৬২) LCD এর পূর্ণরূপ কি?
উত্তর : Liquid Crystal Display.

(৬৩) OMR এর পূর্ণরূপ কি?
উত্তর : Optical Mark Recognition

(৬৪) OCR এর পূর্ণরূপ কি?
উত্তর : optical character recognition.

(৬৫) মাইক্রো শব্দের অর্থ কি?
উত্তর : ক্ষুদ্রাকার

(৬৬) কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
উত্তর : ১৯৭১ সালে

(৬৭) মাউস কোন ধরনের যন্ত্র?
উত্তর : ইনপুট

(৬৮) কী-বোর্ডে কোনটি স্পেশাল Key?
উত্তর : Space Bar

(৬৯) Key board -এর F1-F12 পর্যন্ত বোতামগুলোকে কী বলা হয়?
উত্তর : Function key

(৭০) কত সালে অ্যাপল কম্পিউটার বাজারে আসে?
উত্তর : ১৯৭৬ সাল

(৭১) প্রথম কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্ট্রের আটলান্টায়

(৭২) কম্পিউটার ভাইরাস নামকরণ করেন কোন বিজ্ঞানী?
উত্তর : ফ্রেড কোহেন

(৭৩) কমপ্যাক্ট ডিস্ক কে আবিষ্কার করেন ?
উত্তর : জেমস টি রাসেল

(৭৪) কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালিত হয়?
উত্তর : ২রা ডিসেম্বর

(৭৫) জাভা (JAVA) কে আবিষ্কার করেন ?
উত্তর : জেমস এ গোসলিং

(৭৬) SMS এর পূর্ণ রুপ কি?
উত্তর : Short Message service

(৭৭) কয়টি BIT মিলে এক BYTE হয়?
উত্তর : ০-৮

(৭৮) HDMI- এর পূর্ণ রুপ কি?
উত্তর : High Defination Multimedia Interface

(৭৯) VPN এর পূর্ণ রূপ কী?
উত্তর : Virtual Private Network

(৮০) সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় কত সালে ?
উত্তর : ১৯৮৯ সালে

(৮১) LCD এর পূর্ণরূপ কি 
উত্তর : Liquid Crystal Display

(৮২) ওয়েব অর্থ কি?
উত্তর : জাল

আরোও পড়ুন : পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

    পরীক্ষার প্রস্তুতি: গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর - সাধারণ জ্ঞান -Gk Knowledge
    September 17, 2024

    […] আরোও পড়ুন : কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান […]

    0
    0

Leave A Comment

Related Posts

আন্তর্জাতিক বিষয়াবলী

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? (A) রুজভেল্ট(B) জর্জ ওয়াশিংটন(C)  আব্রাহাম লিংকন(D)  উইলসন Correct Answer :  B সঠিক উত্তরটি দেখুন

Read More