(পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান) : পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম প্রকল্প, যা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি দেশের দীর্ঘতম নদী সেতু এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রতীক হিসেবে বিবেচিত। পদ্মা নদীর উপর নির্মিত এই সেতুটি কেবল একটি সংযোগ মাধ্যম নয়; এটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার ক্ষেত্রে বিশাল অবদান রাখছে।
সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়, যা ঢাকা ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনতে এবং পণ্য পরিবহনে ব্যয় ও সময়ের সাশ্রয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রকৌশল কৌশল এবং উন্নত প্রযুক্তি, যা ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য মেগা প্রকল্পের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এই সেতু নিয়ে জানা সাধারণ জ্ঞান শুধু একজন সচেতন নাগরিক হিসেবে নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া এবং অবকাঠামোগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গুরুত্বপূর্ণ। এই পোস্টে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান উপস্থাপন করেছি যা শিক্ষার্থী, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি গ্রহণকারী সাধারণ জ্ঞান অনুরাগীদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
দেথে নেই পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি :
(১) পদ্মা সেতুর প্রকল্পের নাম কী ?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
(২) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার ?
উত্তর : ৬.১৫ কিলোমিটার
(৩) পদ্মা সেতুর প্রস্থ কত ?
উত্তর : প্রস্থ ১৮.১০ মিটার
(৪) পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ?
উত্তর : ২৬ নভেম্বর ২০১৪
(৫) পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয় ?
উত্তর : ২৩ জুন ২০২২
(৬) পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখে?
উত্তর : ২৫ জুন ২০২২
(৭) পদ্মা সেতুর স্থানাঙ্ক ?
উত্তর : ২৩.৪৪৪৩° উত্তর ৯০.২৬১০° পূর্ব
(৮) পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : AECOM
(৯) পদ্মা সেতুর সমীক্ষা পরামর্শক প্রতিষ্ঠানের নাম-
উত্তর : JICA (জাপান)
(১০) পদ্মা সেতুর খরচ কত ?
উত্তর : ৩০, ১৯৩.৩৯ কোটি টাকা
(১১) পদ্মা সেতুর নদী শাসন –
উত্তর : ১২ কি.মি
(১২) পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর ?
উত্তর : ১০০ বছর
(১৩) পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম ?
উত্তর : চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কো. লি.
(১৪) পদ্মা সেতু নির্মাণে একমাত্র বাংলাদেশীর নারী প্রকৌশলী –
উত্তর : ইশরাত জাহান
(১৫) পদ্মা সেতু কোন বিভাগে অবস্থিত?
উত্তর : ঢাকা বিভাগ
(১৬) পদ্মা সেতুর অবস্থান কয়টি জেলা নিয়ে ?
উত্তর : ৩টি
(১৭) পদ্মা সেতু প্রকল্পের জন্য কত সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়?
উত্তর : ১১ সদস্য
(১৮) পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি ছিলেন?
উত্তর : অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী
(১৯) পদ্মা সেতু প্রকল্পের পরিচালক কে?
উত্তর : মোঃ শফিকুল ইসলাম
(২০) দৈর্ঘ্য বিবেচনায় বিশ্বে পদ্মা সেতুর অবস্থান কত ?
উত্তর : ১২২ তম
(২১) পদ্মা সেতুর দুই প্রান্ত কোন দুটি জেলায় অবস্থিত?
উত্তর : মুন্সিগঞ্জ ও শরীয়তপুর
(২২) বিশ্বের বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতু –
উত্তর : ২৫তম
(২৩) পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত ?
উত্তর : ৩৮৩ ফুট
(২৪) পদ্মা সেতুর পিলার কয়টি?
উত্তর : ৪২ টি
(২৫) নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি?
উত্তর : ৪১ টি
(২৬) পদ্মা সেতুর লেন সংখ্যা –
উত্তর : ৪ টি
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
(২৭)প্রতি পিলারের জন্য পাইলিং কতটি ?
উত্তর : ৬ টি
(২৮)পদ্মা সেতুর পাইল সংখ্যা কতটি ?
উত্তর : ২৬৪ টি
(২৯) নির্মীয়মান পদ্মা সেতুর রিখটার স্কেলে ভূমিকম্প সহনীয় মাত্রা কত?
উত্তর : ৯ মাত্রা
(৩০) পদ্মা সেতুতে কোন ধরনের রেল লাইনের সংস্থান আছে ?
উত্তর : ডুয়েল গেজ লাইন
(৩১) পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ?
উত্তর : ১৮ মিটার বা ৬০ ফুট উঁচু
(৩২) পদ্মা সেতুর কোন কোন পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়েছে?
উত্তর : ৩৭ ও ৩৮
(৩৩) পদ্মা সেতুর ১ম স্প্যান বসানোর দিন সেতু দৃশ্যমান হয় কোন তারিখে?
উত্তর : ৩০ সেপ্টেম্বর ২০১৭
(৩৪) পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটার
(৩৫) পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কতটি ?
উত্তর : ৮১ টি
(৩৬) পদ্মা সেতুর পাইলের ব্যাস কত?
উত্তর : ৩ মিটার
(৩৭) পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত ?
উত্তর : ১৫০ মিটার।
(৩৮) পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
(৩৯) পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটার
(৪০) পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
(৪১) পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
(৪২) পদ্মা সেতু ঢাকার সাথে কতটি জেলার সংযোগ স্থাপন করবে?
উত্তর : দক্ষিণাঞ্চলের ২১ টি
(৪৩) পদ্মা সেতুতে ব্যবহৃত প্রতিটি স্প্যানের ওজন কত টন?
উত্তর : ৩,১৪০ টন
আরোও পড়ুন : মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
[…] আরোও পড়ুন : পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান […]