বাংলাদেশ দক্ষিন এশিয়ার একটি সুন্দর ও বৈচিত্র্যময় দেশ, যা তার ইতিহাস, সংস্কৃতি, এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত। আমরা বাংলাদেশ সম্পর্কে অনেক তথ্য জানি না যা আমাদের দৈনন্দিন জীবনে এবং শিক্ষাজীবনে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আমাদের ব্লগে বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান শিরোনামের এই পোস্টে, আমরা এমন তথ্য সংগ্রহ করেছি যা আপনাকে বাংলাদেশের বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা দেবে।
বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
আমাদের এই ব্লগে বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে সহায়তা করবে এবং বাংলাদেশের প্রতি আপনার জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি করবে। এটি পড়ার মাধ্যমে আপনি দেশের গৌরবময় ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারবেন। তাই, আমাদের সাথে থাকুন এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান সম্পর্কে জানুন যা আপনার জ্ঞানভান্ডারকে আরও সমৃদ্ধ করবে।
চলুন দেখে নেই বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর :
(১) বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর : দক্ষিণ এশিয়া
(২) বাংলাদেশের স্বাধীনতা দিবস-
উত্তর : ২৬ মার্চ
(৩) বিজয় দিবস পালিত হয়-
উত্তর : ১৬ ডিসেম্বর
( ৪) বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে
উত্তর : এএনএ সাহা
(৫) বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে ?
উত্তর : নজরুল ইসলাম
(৬) সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি ?
উত্তর : নারিকেল জিনজিরা
(৭) বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
উত্তর : সিয়েরা লিয়ন
(৮) বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
উত্তর : ৭টি
(৯) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কত জন ছিলেন?
উত্তর : ৩৪ জন
(১০) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
উত্তর : বেগম রাজিয়া বানু
(১১) বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর : ড. কামাল হোসেন
(১২) গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর : ০৪ নভেম্বর , ১৯৭২
(১৩) বাংলাদেশের সংবিধান কার্যকর হয়
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২
(১৪) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ ?
উত্তর : ৪ নভেম্বর
(১৫) কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে?
উত্তর : UNESCO
(১৬) বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী ?
উত্তর : পুণ্ড্র
(১৭) বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
উত্তর : ভুটান
(১৮) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে
উত্তর : হামিদুর রহমান
(১৯) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?
উত্তর : সৈয়দ মাইনুল হোসেন
(২০) বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
উত্তর : আরব-বাংলাদেশ ব্যাংক
(২১) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর : ১৯৫৫ সালে
(২২) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?
উত্তর : মহেশখালী
(২৩) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর : কামরুল হাসান
(২৪) বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
উত্তর : বরেন্দ্র গবেষণা জাদুঘর
(২৫) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : সোনারগাঁওয়ে
(২৬) বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি ?
উত্তর : সেন্টমার্টিন
(২৫) বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
উত্তর : বেনাপোল
(২৬) বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ?
উত্তর : ৪ টি
(২৭) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : লুই আই কান
(২৮) মুজিবনগর সরকার শপথ গ্রহন করে
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১
(২৯) রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
উত্তর : সংবাদ পত্র
(৩০) মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : করতোয়া
(৩১) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?
উত্তর : ১০ : ৬
(৩২) বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে ?
উত্তর : সম্রাট আকবর
(৩৩) কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
উত্তর : হুমায়ুন
(৩৪) বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত ?
উত্তর : ২টি
(৩৫) ‘বাংলার মুক্তি সনদ’ নামে পরিচিত কোনটি ?
উত্তর : ৬ দফা
(৩৬) বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর : ৪ মার্চ ১৯৭২
(৩৭) বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি ?
উত্তর : চলন বিল
(৩৮) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?
উত্তর : সুন্দরবন
(৩৯) বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
উত্তর : সুপ্রিম কোর্ট
(৪০) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তর : ইরাক
(৪১) বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
উত্তর : এক কক্ষ
(৪২) ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে?
উত্তর : ১৬১০
(৪৩) বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উত্তর : হরিপুর
(৪৪) পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হালো ?
উত্তর : ৩৩ তম
(৪৫) জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তর : সম্মিলিত প্রয়াস
(৪৬) নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
উত্তর : বাংলা একাডেমিতে
(৪৭) মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তর : ১১টি
(৪৮) জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ?
উত্তর : ৭ টি
(৪৯) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
উত্তর : ১৩৬ তম
(৫০) বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে ?
উত্তর : ১৯৭৪ সালে
বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
(৫১) ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯২১ সাল
(৫২) ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?
উত্তর : পটুয়াখালী
(৫৩) বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে ?
উত্তর : ১৮৬২ সালে
(৫৪) পর্যটন কেন্দ্র ‘সাজেক’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তর : রাঙ্গামাটি
(৫৫) ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
উত্তর : লাহোর
(৫৬) বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর : ঢাকা
(৫৭) বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?
উত্তর : তিতাস
(৫৮) কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?
উত্তর : পঞ্চগড়
(৫৯) পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা –
উত্তর : মাকসুদুল আলম
(৬০) বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়?
উত্তর : সিলেট
(৬১) ঢাকার ‘ ধোলাই খাল’ কে খনন করেন?
উত্তর : ইসলাম খান
(৬২) কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : ১১ ডিসেম্বর, ১৯৯৭
(৬৩) কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭২ সালে
(৬৪) বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে
উত্তর : জয়নুল আবেদিন
(৬৫) ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
উত্তর : বাঙালি জাতীয়তাবাদ
(৬৬) বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-
উত্তর : ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
(৬৭) ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
উত্তর : শেখ মুজিবুর রহমান
(৬৮) e-TIN চালু করা হয় কত সালে ?
উত্তর : ২০১৩
(৬৯) উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
উত্তর : নরসিংদী
(৭০) কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?
উত্তর : সুন্দরবনকে
(৭১) পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন?
উত্তর : মাকসুদুল আলম
(৭২) দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?
উত্তর : লোহাগাড়া, চট্টগ্রাম
(৭৩) বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : বুড়িগঙ্গা
(৭৪) ভাটির দেশ নামে পরিচিত দেশ-
উত্তর : বাংলাদেশ
(৭৫) বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয় কোন জেলাকে?
উত্তর : খাগড়াছড়ি
(৭৬) বর্তমানে বাংলাদেশে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কত দিন?
উত্তর : ১২০ দিন
(৭৭) বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর : ১৯৭৪ সালে
(৭৮) কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?
উত্তর : ১৪ ডিসেম্বর
(৭৯) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?
উত্তর : বেগম রাজিয়া বানু
(৮০) নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?
উত্তর : বাংলা একাডেমিতে
(৮১) জাতীয় শিক্ষক দিবস পালিত হয়-
উত্তর : ১৯ জানুয়ারি
(৮২) চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কী?
উত্তর : মায়িশা রহমান
(৮৩) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
উত্তর : মন্ত্রিপরিষদ সচিব
(৮৪) বাংলাদেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম কী?
উত্তর : মারুফ হাসান
(৮৫) বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম ?
উত্তর : সপ্তম
(৮৬) বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে?
উত্তর : সারাহ ইসলাম
(৮৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উত্তর : সংবিধান
(৮৮) বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
উত্তর : উত্তরাধিকার
(৮৯) তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত ?
উত্তর : লালমনিরহাট
(৯০) বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?
উত্তর : ১২ নটিক্যাল মাইল
(৯১) কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
উত্তর : তুলা গাছ
(৯২) বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি ?
উত্তর : তিনটি
(৯৩) বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
উত্তর : চার্লস উইলকিন্স
(৯৪) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর : কালুরঘাট
(৯৫) বাংলাদেশের দ্বীপের রানি বলা হয় কোন জেলাকে?
উত্তর : ভোলা
(৯৬) ঢাকা বিশ্বের কততম মেগাসিটি ?
উত্তর : ১১তম
(৯৭) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল
(৯৮) বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?
উত্তর : নিশাত মজুমদার
(৯৯) আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?
উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
(১০০) বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর : ১৯৭৪ সালে
বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
(১০১) সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?
উত্তর : বঙ্গোপসাগরে
(১০২) গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৮৩ সালে
(১০৩) বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম কি?
উত্তর : মুসা ইব্রাহীম
(১০৪) জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
উত্তর : ৪৫.৭২ মিটার
(১০৫) জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ?
উত্তর : ৭টি
(১০৬) বাংলাদেশের মানচিত্রের রূপকার কে?
উত্তর : জেমস রেনেল
(১০৭) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : লুই আই কান
(১০৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উত্তর : পি. জে. হার্টজ
(১০৯) জাতীয় সংসদের প্রতীক কি ?
উত্তর : শাপলা
(১১০) বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
(১১১) বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী?
উত্তর : পিপীলিকা
(১১২) বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে?
উত্তর : কামরুল হাসান
(১১৩) বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?
উত্তর : ১২ মার্চ ২০১৭
(১১৪) চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : কর্ণফুলী
(১১৫) বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর : গাজীপুর
(১১৬) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’- গানটির সুরকার কে?
উত্তর : আলতাফ মাহমুদ
(১১৭) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে ?
উত্তর : ড. সাদেকা হালিম
(১১৮) ঢাকা ও কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় কবে ?
উত্তর : ১ ডিসেম্বর ২০২৩
(১১৯) বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত ?
উত্তর : কক্সবাজার
(১২০) গরম পানির ঝর্ণা অবস্থিত কোথায় ?
উত্তর : সীতাকুণ্ড
(১২১) বাংলাদেশের অর্থবছর কখন সমাপ্ত হয়?
উত্তর : ৩০ জুন
(১২২) বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?
উত্তর : ১২ নটিক্যাল মাইল
(১২৩) বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
উত্তর : ২০০ নটিক্যাল মাইল
(১২৪) বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের ?
উত্তর : টারশিয়ারী যুগে
(১২৫) বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য?
উত্তর : ৫টি
(১২৬) ভারতের সাথে স্থলসীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৬ মে, ১৯৭৪
(১২৭) বাংলাদেশের বৃহত্তম উপজেলা –
উত্তর : শ্যামনগর
(১২৮)‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে ?
উত্তর : নিতুন কুন্ডু
(১২৯) রাঙামাটির ছাদ বলা হয় –
উত্তর : সাজেক ভ্যালি
(১৩০) পদ্মা নদীর উৎপত্তিস্থল
উত্তর : গঙ্গোত্রী হিমবাহ
(১৩১) বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস
উত্তর : ২১ নভেম্বর
(১৩২) প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত –
উত্তর : নারায়ণগঞ্জ
(১৩৩) বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়
উত্তর : চট্টগ্রামকে
(১৩৪) ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?
উত্তর : ১১৭৬ সালে
(১৩৫) প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত –
উত্তর : নারায়ণগঞ্জ
(১৩৬) বাংলাদেশের পৌরসভার সংখ্যা কতটি
উত্তর : ৩৩১টি
(১৩৭) বাংলাদেশের উপজেলার সংখ্যা কতটি
উত্তর : ৪৯৫ টি
(১৩৮) বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
উত্তর : ৪৫৭৮টি
(১৩৯) বাংলা সনের প্রবর্তক কে?
উত্তর : সম্রাট আকবর
(১৪০) নির্মানাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত
উত্তর : ৬.১৫ কিমি
(১৪১) বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায় অবস্থিত?
উত্তর : আগারগাঁও
(১৪২) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত
উত্তর : সোনারগাঁও
(১৪৩) বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
উত্তর : ২ টি
(১৪৪) বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ?
উত্তর : ৩টি
(১৪৫) বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে
উত্তর : চিংড়ী
(১৪৬) জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৮ম
(১৪৭) বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর : জেনারেল আতাউল গণি ওসমানি
(১৪৮) বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়?
উত্তর : ১৯৯১ সালে
(১৪৯) বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে?
উত্তর : জনতা ব্যাংক
(১৫০) সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত?
উত্তর : ৬০ ভাগ
বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
FAQ
বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স কত ?
২৫বছর
উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
নাটোর
স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
৪ টি
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
৭ মার্চ ১৯৭৩
[…] […]
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন গুলি , ধন্যবাদ
ধন্যবাদ
[…] আরোও পড়ুন : বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর… […]
[…] আরোও পড়ুন : বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর… […]
[…] আরোও পড়ুন : বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর… […]
[…] আরোও পড়ুন : বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর… […]
[…] আরোও পড়ুন : বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর… […]
[…] আরোও পড়ুন : বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর… […]
[…] আরোও পড়ুন : বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর… […]
[…] আরোও পড়ুন : বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর… […]