বাংলা কবিতা : সাধারণ জ্ঞান

” বাংলা কবিতা সাধারণ জ্ঞান ” শীর্ষক ব্লগ পোস্টটি বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা, কবিতা, সম্পর্কে বিভিন্ন তথ্য এবং সাধারণ জ্ঞান প্রদান করে। এতে প্রাচীন, মধ্যযুগ, এবং আধুনিক বাংলা কবিতার বিবর্তন, প্রধান কবি এবং তাদের রচিত বিখ্যাত কবিতাগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশসহ অন্যান্য বিখ্যাত কবিদের অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কবিতা প্রেমী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এটি একটি সমৃদ্ধ তথ্যভাণ্ডার, যা বাংলা কবিতার গৌরবময় ঐতিহ্য এবং এর গুরুত্ব সম্পর্কে ধারণা দেবে।

বাংলা কবিতা

আরোও পড়ুন : বাংলা সাহিত্য সর্ম্পকে  সাধারণ জ্ঞান

চলুন দেখে নেই  বাংলা কবিতা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি  

শিশুতোষ গ্রন্থ হরফের ছড়া কে রচনা করেছেন

(A) সুফিয়া কামাল
(B) জসীমউদ্দীন
(C) সুকুমার রায়
(D) ফররুখ আহমদ

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- এই প্রার্থনা কার ?

(A) ভাড়ু দত্ত
(B) চাঁদ সওদাগর
(C) ঈশ্বরীপাটনী
(D) বিদ্যাপতি

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

আমি বীরাঙ্গনা বলছি কি ধরনের গ্রন্থ ?

(A) স্মৃতিকথা
(B) প্রবন্ধ
(C) কবিতা
(D) গল্প

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

আমি বিজয় দেখেছি মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা কে লিখেছেন ?

(A) শওকত ওসমান
(B) আনোয়ার পাশা
(C) এম.আর আখতার মুকুল
(D) সুফিয়া কামাল

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

একাত্তরের যীশু গল্পের রচয়িতা কে ?

(A) সেলিম আল দীন
(B) শাহরিয়ার কবির
(C) মামুনুর রশীদ
(D) সৈয়দ শামসুল হক

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

ধানসিঁড়ি কীসের নাম ?

(A) ধানের
(B) গ্রামের
(C) নদীর
(D) শহরের

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে ?

(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) রাজশেখর বসু
(C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) বিহারীলাল চক্রবর্তী

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

শওকত আলীর যাত্রা উপন্যাসের কাহিনী হলো ?

(A) ভাষা- আন্দোলন
(B) গণ- অভ্যুত্থান
(C) মুক্তিযুদ্ধ
(D) যুদ্ধবিজয়ের উল্লাস

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ?

(A) ১০ টি
(B) ১১ টি
(C) ১২ টি
(D) ১৩টি

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি ?

(A) ২০টি
(B) ২১টি
(C) ২২টি
(D) ২৩টি

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন