বাংলা কবিতা : সাধারণ জ্ঞান

” বাংলা কবিতা সাধারণ জ্ঞান ” শীর্ষক ব্লগ পোস্টটি বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা, কবিতা, সম্পর্কে বিভিন্ন তথ্য এবং সাধারণ জ্ঞান প্রদান করে। এতে প্রাচীন, মধ্যযুগ, এবং আধুনিক বাংলা কবিতার বিবর্তন, প্রধান কবি এবং তাদের রচিত বিখ্যাত কবিতাগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশসহ অন্যান্য বিখ্যাত কবিদের অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কবিতা প্রেমী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এটি একটি সমৃদ্ধ তথ্যভাণ্ডার, যা বাংলা কবিতার গৌরবময় ঐতিহ্য এবং এর গুরুত্ব সম্পর্কে ধারণা দেবে।

বাংলা কবিতা

আরোও পড়ুন : বাংলা সাহিত্য সর্ম্পকে  সাধারণ জ্ঞান

চলুন দেখে নেই  বাংলা কবিতা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি  

শশী ও কুসুম কোন উপন্যাসের নায়ক-নায়িকা?

(A) লালসালু
(B) পদ্মা নদীর মাঝি
(C) পুতুল নাচের ইতিকথা
(D) লালসালু

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

অবসাদ কত প্রকার?

(A) ২ প্রকার
(B) ৪ প্রকার
(C) ৮ প্রকার
(D) ১০ প্রকার

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

'বনলতা সেন' কবিতাটি রচনা করেন ?

(A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(B) কাজী নজরুল ইসলাম
(C) জীবনানন্দ দাশ
(D) রবীন্দ্রনাথ ঠাকুর

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

অপরাজেয় কথাশিল্পী হলেন-

(A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(B) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(C) মানিক বন্দ্যোপাধ্যায়
(D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

‘নেজারত’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

(A) আরবি
(B) ফারসি
(C) ইংরেজী
(D) হিন্দি

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে ?

(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) মুকুন্দরাম চক্রবর্তী
(C) অক্ষয় কুমার বড়াল
(D) ঈশ্বর চন্দ্র গুপ্ত

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি?

(A) শেষের কবিতা
(B) নৌকাডুবি
(C) গোরা
(D)চোখের বালি

  • Correct Answer : C
সঠিক উত্তরটি দেখুন

মনের ভাব প্রকাশের প্রধান বাহন -

(A) চিত্র
(B) ইঙ্গিত
(C) চিত্র
(D) ভাষা

  • Correct Answer : D
সঠিক উত্তরটি দেখুন

“জীবন আমার বোন” উপন্যাস লিখেছেন-

(A) শামসুর রহমান
(B) মাহমুদুল হক
(C) নির্মলেন্দু
(D) অমর্ত্য সেন

  • Correct Answer : B
সঠিক উত্তরটি দেখুন

মৈমনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন?

(A) চন্দ্রকুমার দে
(B) মোহিতালাল মজুমদার
(C) আশুতোষ ভট্টাচার্য
(D) অমর্ত্য সেন

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

General Knowledge Bangla