(মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান) : মেট্রোরেল আধুনিক শহুরে পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা নগরবাসীর দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের অন্যতম উপায়। এটি বিশেষত ব্যস্ত মহানগরগুলোতে যানজট কমাতে এবং যাত্রীদের সময় বাঁচাতে সাহায্য করে। বিশ্বের বিভিন্ন শহরে মেট্রোরেল ব্যবস্থার ব্যাপক বিস্তার ঘটেছে, এবং এর ফলে সেখানে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন হয়েছে। বাংলাদেশেও মেট্রোরেল বাস্তবায়নের মাধ্যমে রাজধানী ঢাকায় দ্রুতগামী ও স্বয়ংক্রিয় রেল পরিবহনের সুবিধা চালু হয়েছে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল এর উদ্বোধন হয়, যা বাংলাদেশের প্রথম মেট্রোরেল প্রকল্প হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এ প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরে যাতায়াত ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করা সম্ভব হয়েছে। মেট্রোরেল শুধুমাত্র পরিবহন ব্যবস্থায় উন্নতি নয়, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পোস্টে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান উপস্থাপন করেছি যা শিক্ষার্থী, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি গ্রহণকারী সাধারণ জ্ঞান অনুরাগীদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
চলুন দেখে নেই মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
(১) ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম ?
উত্তর : ম্যাস র্যাপিড ট্রানজিট
(২) মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী?
উত্তর : কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম
(৩) মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ?
উত্তর : ২৬ জুন, ২০১৬ সালে
(৪) মেট্রোরেল কত তারিখে উদ্বোধন করা হয়?
উত্তর : ২৮ ডিসেম্বর, ২০২২
(৫) সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল উন্মুক্ত করা হয় ?
উত্তর : ২৯ ডিসেম্বর, ২০২২ সালে
(৬) মেট্রোরেলের প্রথম নারী চালক কে ?
উত্তর : মরিয়ম আফিজা
(৭) মেট্রোরেলের প্রথম যাত্রী কে ?
উত্তর : শেখ হাসিনা
(৮) দেশের প্রথম মেট্রোরেলের দৈর্ঘ্য কত?
উত্তর : ২১.২৬ কিলোমিটার
(৯) ঢাকা মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করেছে ?
উত্তর : জাইকা ও বাংলাদেশ সরকার
(১০) বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রোরেল চালু হয়?
উত্তর : ৬০ তম
(১১) বাংলাদেশের মেট্রোরেলের লোগোর ডিজাইনার কে?
উত্তর : আলী আহসান নিশান
(১২) মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা ?
উত্তর : জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড
(১৩) ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : দিল্লি মেট্রোরেল করপোরেশন
(১৪) মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করছে ?
উত্তর : ৫০ টাকা
(১৫) মেট্রোরেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম কী?
উত্তর : এমআরটি পুলিশ
(১৬) দেশের প্রথম মেট্রোরেল MRT Line-6 এর মোট স্টেশন কয়টি?
উত্তর : ১৭ টি
(১৭) মেট্রোরেলের প্রতি ঘন্টায় যাত্রী পরিবহন ক্ষমতা কত?
উত্তর : ৬০,০০০
(১৮) মেট্রোরেলের সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘন্টায় কত কিলোমিটার?
উত্তর : ১০০ কিলোমিটার
(১৯) মেট্রোরেলের প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার?
উত্তর : ১৮০ মিটার
(২০) মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত?
উত্তর : দুই মিটার
(২১) মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?
উত্তর : ১৩ মিটার
(২২) মেট্রোরেল চালানোর জন্য ঘন্টায় কত মেগাওয়াট বিদ্যুৎ লাগবে ?
উত্তর : ১৩.৪৭ মেগাওয়াট
(২৩) মেট্রোরেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?
উত্তর : ৩০ থেকে ৪০ মিটার
(২৪) মেট্রোরেলে বিদ্যুৎ সরবরাহের জন্য কতটি উপকেন্দ্র নির্মাণ করা হবে?
উত্তর : ৫টি
(২৫) মেট্রোরেল এর অর্থায়নের উৎস ?
উত্তর : বাংলাদেশ ও জাপান
(২৬) MRT এর পূর্ণরূপ কী?
উত্তর : Mass Rapid Transit.
(২৭) বাংলাদেশ বিদ্যুৎ চালিত মেট্রোরেলে প্রবেশ করে ?
উত্তর : ২৮ ডিসেম্বর, ২০২২ সালে
(২৮) বাংলাদেশের প্রথম মেট্রোরেল প্রকল্প ঢাকার কোন কোন অঞ্চলে সংযুক্ত করেছে?
উত্তর : মতিঝিল-উত্তরা
(২৯) কত সালে MRT line-6 এর নির্মাণকাজ শুরু হয়?
উত্তর : ২৬ জুন ২০১৬
(৩০) মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋণ প্রদান করেন?
উত্তর : জাইকা
(৩১) মেট্রোরেলের প্রথম ধাপে কতটি ট্রেন চলবে ?
উত্তর : ২৪টি
(৩২) মেট্রোরেলের স্টেশনসংখ্যা প্রথমে কত ছিল ?
উত্তর : ১৬
(৩৩) সংশোধিত প্রকল্পে বর্তমানে স্টেশন সংখ্যা কত ?
উত্তর : ১৭
(৩৪) RSTP এর পূর্ণরূপ কি?
উত্তর : Revised Strategic Transport Plan
আরোও পড়ুন : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাধারণ জ্ঞান
[…] আরোও পড়ুন : মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান […]