সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর ২০২৫ – চাকরি ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর ২০২৫ - চাকরি ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে এই ব্লগ পোস্টে পাবেন বিভিন্ন বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি ও একাডেমিক প্রস্তুতির জন্য এটি অত্যন্ত উপকারী। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, খেলাধুলা, রাজনীতি ও সমসাময়িক বিষয়সহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে এই পোস্ট পড়ুন। সহজ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে দ্রুত সাধারণ জ্ঞান বাড়ান। পরীক্ষার প্রস্তুতি ও দৈনন্দিন জ্ঞান বৃদ্ধির জন্য এই পোস্টটি একদম পারফেক্ট। নিয়মিত আপডেট হওয়া সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পেতে এখনই পড়ুন এবং আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করুন!

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

  • বাংলাদেশে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কী : স্বাধীনতা পদক পুরস্কার
  • জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন : ২১ এপ্রিল ১৯৭৭ সাল
  • বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় : ৭ মার্চ ১৯৭৩
  • কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে : ১৫ ডিসেম্বর ২০২৪
  • গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কে কামাল আহমেদ
  • পানিপথের দ্বিতীয় যুদ্ধ কখন সংঘটিত হয় : ১৫৫৬ খ্রিস্টাব্দে
  • ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান : রংপুর
  • বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর : বেনাপোল
  • বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি : ৩টি
  • বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর : নারায়ণগঞ্জ
  • ব্রহ্মপুত্র নদের ভারতীয় অংশের নাম : ডিহি 
  • বাংলাদেশ কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত : সাভার
  • কোন ভৌগোলিক এলাকাটি ‘ রামসার সাইট’ হিসেবে স্বীকৃত : টাঙ্গুয়ার হাওড়
  • তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন : পৃথ্বীরাজ
  • ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় : জার্মানি
  • মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন : মেসিডোনিয়া
  • বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে : লসএঞ্জেলস
  • ন্যাটো (NATO) কোন ধরনের জোট : সামরিক
  • বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে :  ১৯৯১ সালে 
  • জাতিসংঘের কার্যকরী ভাষা কয়টি : ইংরেজি ও ফরাসি
  • অ্যান্তনিও গুতেরেসে জাতিসংঘের কততম মহাসচিব : ৯ম
  • জাতিসংঘের COP সম্মেলন কোন বিষয় সংক্রান্ত : জলবায়ু
  • বাংলাদেশের প্রথম হরিণ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত : ডুলাহাজরা (কক্সবাজার)
  • মুনসুন অভ্যুত্থান কোন দেশের সাথে সংশ্লিষ্ট : বাংলাদেশ
  • পরিবেশ সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয় : ১৯৯৫ সালে
  • ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন : শায়েস্তা খান
  • আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে : বিচারপতি জিনাত আরা
  • হাওরের গেটওয়ে বলা হয় বাংলাদেশের কোন  জেলাকে : কিশোরগঞ্জ
  • এশিয়ার গার্ডেন সিটি বলা হয় কোন দেশকে : সিঙ্গাপুর
  • ককেশাস অঞ্চলটি অবস্থিত কোথায় : ইউরোপে
  • সার্বভৌম ক্ষমতার প্রকৃত অধিকারী কে : জনগণ
  • জাতিসংঘে বাংলাদেশের ১৭তম স্থায়ী প্রতিনিধি কে : সালাহউদ্দিন নোমান চৌধুরী
  • ইলা মিত্র কোন আন্দোলনের নেতৃত্ব দেন : তেভাগা আন্দোলন
  • ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে : ইউক্রেন
  • The Republic গ্রন্থের লেখক কে :  প্লেটো
  • দেশের ২৫তম মন্ত্রিপরিষদ সচিব কে : ড. শেখ আব্দুর রশীদ
  • প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় কত সালে : ১১ নভেম্বর ১৯১৮
  • Green Peace কোন দেশের পরিবেশবাদী সংগঠন : নেদারল্যান্ডস

সাধারণ জ্ঞান বিষয়ক MCQ

  • SDG জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয় : ৭০ তম
  • IMF এর সদর দপ্তর কোথায় : ওয়াশিংটন ডিসি
  • বাংলাদেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত : লোহাগাড়া, চট্টগ্রাম
  • বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত : লাইবেরিয়া
  • আফ্রিকার কোন দেশে GEN-Z বিপ্লবের সূচনা হয় : কেনিয়া
  • অভিন্ন ইউরোপীয় বাসভূমি এই মতবাদের প্রবক্তা কে : মিখাইল গর্বাচেভ
  • বিশ্বের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে : যুক্তরাজ্য
  • জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয় : ১৯৬১ সালে
  • উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর সদস্য সংখ্যা কত : ৬
  • সেদনায়া কারাগার কোথায় অবস্থিত : সিরিয়ায়
  • ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ (ESSI) প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ : জার্মানি
  • জি জিরো গঠনের উদ্যোক্তা হলো :  ভুটান 
  • কোন দেশ প্রথম ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় : তাইওয়ান
  • সার্পেন্ট অব দি নাইল নামে পরিচিত কে : রানী ক্লিওপেট্টা
  • সার্ক দারিদ্র্য দূরীকরন বর্ষ ছিল কোন বছর : ১৯৯৫
  • The Wealth of Nations গ্রন্থটির রচয়িতা কে : অ্যাডাম স্মিথ
  • কোন দেশের সংবিধান অলিখিত : যুক্তরাজ্যে
  • গ্রেট ওয়াল অব চায়না যে দেশের ঐতিহাসিক স্থাপনা : চীন
  • আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ( ICC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত : সংযুক্ত আরব আমিরাত 
  • কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি : থাইল্যান্ড 
  • বিশ্বের বৃহত্তম উপদ্বীপ : আরব উপদ্বীপ
  • বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা : ভোলা
  • বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত : কক্সবাজার
  • বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ : প্রাকৃতিক গ্যাস
  • পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ রেলপথ অবস্থিত : সুইজারল্যান্ড
  • পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন অঞ্চলকে : প্রেইরি অঞ্চলকে
  • বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত : বড়পুকুরিয়া, দিনাজপুর
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পান কে :  ক্যাপ্টেন তাসমিন দোজা
  • ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে : বেলজিয়াম
  • যে দেশ গুলোর  সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে : মিয়ানমার ও ভারত
  • মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত আছে : ৩ টি 
  • আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয় : সাহেল
  • বেঙ্গল ফ্যান ভূমিরূপ কোথায় অবস্থিত : বঙ্গোপসাগরে
  • তিব্বত একটি : উপত্যকা
  • বিজ্ঞানের কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয় : পদার্থবিজ্ঞান
  • পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত : প্রশান্ত মহাসাগরে
  • বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায় : কুমিল্লা
  • ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় : টারশিয়ারী যুগে
  • মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয় : ১ জুলাই, ১৯৯১
  • বিশ্বে সর্বপ্রথম কোন দেশ জাতীয় পতাকার প্রচলন শুরু  হয় : ডেনমার্ক
  • বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট ম্যারাথন অনুষ্ঠিত হবে কোন দেশে : চীনে
  • ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কী : Zagros
  • ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে ঝুলন্ত অবতরণ হওয়া রকেটের নাম কী : স্টারশিপ
  • জাতিসংঘ শান্তি রক্ষা মিশন প্রধানের নাম কী : জাঁ-পিয়েরে ল্যাক্রোইক্স
  • সীমান্ত অচলাবস্থা দূর করতে ভারত-চীন কবে চুক্তি স্বাক্ষর করে : ২১ অক্টোবর ২০২৪
  • শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম : থাইল্যান্ড

বাংলাদেশের বৃহত্তম বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

চাকরির আবেদন পত্র ডাউনলোড

জুলাই বিপ্লব ২০২৪ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

বিভিন্ন তত্ত্বের প্রবক্তা – বিসিএস, ব্যাংক ও ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

Leave A Comment