General Knowledge Bangla

“General Knowledge Bangla” (Gk Knowledge) ওয়েবসাইটটি বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান সরবরাহ করে। এখানে আপনি বাংলাদেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, এবং বিশ্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নোত্তর পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির প্রস্তুতি, এবং দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ভাণ্ডার হিসেবে এই ওয়েবসাইটটি শিক্ষার্থী এবং জ্ঞানপিপাসুদের জন্য আদর্শ। বাংলায় সহজে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের উপর নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য এই ওয়েবসাইটটি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম।

Bangla General Knowledge (Gk Knowledge)

General Knowledge Bangla (Gk Knowledge)

চলুন দেখে নেই  general knowledge bangla (Gk Knowledge)  প্রশ্ন ও উত্তর গুলি:

টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন -

(A) ভ্লাদিমির পুতিন
(B) ডোনাল্ড ট্রাম্প
(C) ইলন মাস্ক
(D) মার্ক জুকারবার্গ

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে ?

(A) বৈমানিক ফাহিম চৌধুরী
(B) আরিফুল ইসলাম
(C) মাহমুদুল হাসান
(D) সাকিব হাসান

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

২০২৪ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি ?

(A) ব্রেন রট
(B) ক্রিপ্টো
(C) মেটাভার্স
(D) এআই

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্থান পেয়েছে ?

(A) দক্ষিণ আফ্রিকা
(B)  ভারত
(C) অস্ট্রোলিয়া
(D) ইংল্যান্ড

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

D-8 এর ৯ম তম সদস্য দেশ হলো ?

(A) ইন্দোনেশিয়া
(B) মালয়েশিয়া
(C) নাইজেরিয়া
(D) আজারবাইজান

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

ChatGPT এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি ?

(A) Google
(B) Bing
(C) Microsoft
(D) OpenAI

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

বাংলাদেশ কয়টি আন্তর্জাতিক নদী রয়েছে ?

(A) ৫৪টি
(B) ৫৭টি
(C) ৫৮টি
(D) ৫৯টি

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে ?

(A) লেনোভো
(B) এইচপি
(C) ডেল
(D) অ্যাপল

  • Correct Answer : A
সঠিক উত্তরটি দেখুন

ইজমির শহরটি কোন দেশে অবস্থিত ?

(A) ফ্রান্স
(B) তুরস্ক
(C) ইংল্যান্ড
(D) রাশিয়া

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?

(A) ঢাকা
(B) নয়াদিল্লী
(C) কলম্বো
(D) কাঠমান্ডু

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন